ত্রাণ দিলেন সালমান, কী আছে প্যাকেটে?

শুরুটা করেছিলেন সোনু সুদ। মানুষের পাশে দাঁড়িয়ে এরইমধ্যে বলিউডের নতুন ‘ভাই’ হয়েছেন তিনি। আর সোনুর পরপরই মহারাষ্ট্রের বন্যাদুর্গতদের পাশে ছুটে গেছেন বলিউডের আসল ভাই সালমান খান। মহাবলেশ্বরের কয়েকটি বন্যাদুর্গত গ্রামে বিতরণ করেছেন ৫০০টি রেশন প্যাকেট।

পাঁচ কেজি চাল, দুই কেজি ডালের সঙ্গে গম, তেল, পানি ও মসলা আছে। সালমানের মাথায় ঢুকলো, এর বাইরেও তো মানুষের কিছু জিনিস লাগে। এ ভাবনা থেকে প্রতিটি রেশন কিটে জুড়ে দিলেন এক কেজি করে চা পাতা, চায়ের সঙ্গে খাওয়ার জন্য বিস্কিট ও ১০টি করে স্যানিটারি ন্যাপকিন।

শুধু তাই নয়, এসব চাল-ডাল রান্না করে ওরা খাবে কীসে? এ জন্য প্রত্যেকের জন্য থালাবাটি ও চামচও দিয়েছেন তিনি। বলে দিয়েছেন, কারও যদি রান্নার হাঁড়িপাতিল লাগে, সেটাও যেন তাকে জানানো হয়।

সামনে মুক্তি পেতে চলা ‘কিক-২’ ও ‘কাভি ঈদ কাভি দিওয়ালি’ যদি আশানুরূপ ব্যবসা করতে পারে তখন দেখা যাবে রেশন কিটে একটা করে সিনেমার টিকিটও ধরিয়ে দিচ্ছেন সালমান খান।

সূত্র: টাইমস অব ইন্ডিয়া