X
শনিবার, ১৯ জুলাই ২০২৫
৪ শ্রাবণ ১৪৩২

সালমানও ভরসা রাখছেন দক্ষিণী নির্মাতায়!

বিনোদন ডেস্ক
১৫ ফেব্রুয়ারি ২০২৪, ১৫:৪০আপডেট : ১৫ ফেব্রুয়ারি ২০২৪, ১৫:৪০

বহুল আকাঙ্ক্ষিত সিনেমা ‘টাইগার ৩’ দিয়েও আশানুরূপ সাফল্য পাননি সালমান খান। ফলে তার ভক্তরা তো বটে, তিনি নিজেও বিষয়টা নিয়ে চিন্তিত। তাই এবার বুঝেশুনেই পা ফেলতে চাইছেন ভাইজান। এবার ভরসা রাখছেন দক্ষিণী তথা তামিল নির্মাতার ওপর!

এই ফাঁকে বলা দরকার, গেলো বছর বলিউড বাদশাহ শাহরুখ খানও দক্ষিণী নির্মাতা অ্যাটলি কুমারের পরিচালনায় কাজ করেছেন। ‘জাওয়ান’ নামের সেই ছবি বক্স অফিসে নতুন ইতিহাস তৈরি করেছিল।

এবার সালমান খান কাজ করতে চলেছেন তামিল নির্মাতা এ আর মুরুগাদোসের নির্দেশনায়। পুরোদমের অ্যাকশন ধাঁচের ছবি হবে এটি। ছবিটি প্রযোজনা করছেন সাজিদ নাদিয়াদওয়ালা। বিশ্বস্ত সূত্রে খবরটি নিশ্চিত করেছে বলিউড হাঙ্গামা।

সূত্রের ভাষ্য, “সালমান ও সাজিদ ‘কাভি ঈদ কাভি দিওয়ালি’ নামে একটি ছবি করার কথা ছিল। কিন্তু অর্থনৈতিক কিছু কারণে সেটা হয়নি। এরপর কবির খানের নির্মাণে আরেকটি ছবির প্রস্তাব দেওয়া হয় সালমানকে। এর কিছু দিন পর এ আর মুরুগাদোসের ছবিটি অফার নিয়ে যান ভাইজানের কাছে। দুই ছবির মধ্যে দ্বিতীয় প্রজেক্টটি বেছে নিয়েছেন অভিনেতা। তাই মুরুগাদোসের ছবিটাই হতে যাচ্ছে সালমানের পরবর্তী ছবি।”

তবে সূত্র এ-ও জানিয়েছে, কবির খানের ছবিটি একেবারে বাতিল হচ্ছে না। এ আর মুরুগাদোসের ছবিটির কাজ শেষ করেই কবিরের টিমে যোগ দেবেন ‘টাইগার’ তারকা। এছাড়া সালমানের হাতে ‘দ্য বুল’ নামে আরেকটি ছবিও আছে; সেটা বানাবেন করন জোহর।

মুরুগাদোসের ছবিটির শুটিং হবে ভারত ও ইউরোপে। ইতোমধ্যে প্রযোজক সাজিদ লোকেশনের বিষয়ে পুরোদমে কাজ শুরু করে দিয়েছেন। প্রজেক্টটি নিয়ে আনুষ্ঠানিক ঘোষণা আসবে শিগগিরই। 

উল্লেখ্য, এ আর মুরুগাদোস তামিলের অন্যতম সফল নির্মাতা। যিনি ‘গজনি’, ‘ধীনা’, ‘রাজা রানি’, ‘কাঠঠি’, ‘সরকার’, ‘দরবার’র মতো ছবি বানিয়েছেন। এছাড়া সালমান খানের ‘জয় হো’ ছবিটাও নির্মাণ করেছিলেন মুরুগাদোস।

/কেআই/এমএম/
সম্পর্কিত
সামনে এলো সালমানের নতুন সিনেমার ফার্স্টলুক
সামনে এলো সালমানের নতুন সিনেমার ফার্স্টলুক
সফলতায় ফিরতে মরিয়া সালমান খান!
সফলতায় ফিরতে মরিয়া সালমান খান!
‘বজরঙ্গি ভাইজান ২’-এর প্রস্তুতি চলছে?  
‘বজরঙ্গি ভাইজান ২’-এর প্রস্তুতি চলছে?  
‘সিকান্দার’ ভরাডুবির কারণ কী?
‘সিকান্দার’ ভরাডুবির কারণ কী?
বিনোদন বিভাগের সর্বশেষ
২৪তম ঢাকা চলচ্চিত্র উৎসব সাজবে যেভাবে
২৪তম ঢাকা চলচ্চিত্র উৎসব সাজবে যেভাবে
কেন স্মার্টফোন ব্যবহার করেন না ফাহাদ
কেন স্মার্টফোন ব্যবহার করেন না ফাহাদ
মৃত্যুদিনে উৎসর্গপত্র থেকে...
স্মরণে হ‌ুমায়ূন আহমেদমৃত্যুদিনে উৎসর্গপত্র থেকে...
শুটিংয়ে আহত শাহরুখ, মুম্বাই থেকে যুক্তরাষ্ট্রে উড়াল!
শুটিংয়ে আহত শাহরুখ, মুম্বাই থেকে যুক্তরাষ্ট্রে উড়াল!
মস্কো হয়ে কলকাতা যাচ্ছে ঢাকার ‘মাস্তুল’
মস্কো হয়ে কলকাতা যাচ্ছে ঢাকার ‘মাস্তুল’