শুধু আদালত নয়, ক্যামেরার সামনেও ব্যস্ত আমান

আদালতে সহকর্মীদের সঙ্গে আমান রেজা (ডানে)অভিনেতা আমান রেজার পড়াশোনাটা ছিল আইন নিয়ে। আর এ পেশার কারণেই সম্প্রতি তুমুল আলোচিত হন এই শিল্পী। কারণ, সহকর্মী চিত্রনায়িকা পরীমণির চলমান ঘোর বিপদকালে একমাত্র শিল্পী হিসেবে তিনিই সরাসরি মাঠে নেমেছেন। পরীমণির পক্ষে আইনি লড়াই চালিয়ে যাচ্ছেন তিনি। 

গতকাল (১৬ আগস্ট) জানানো হয়, মামলার পরবর্তী শুনানি আগামী বুধবার। তাই মাঝের সময়টুকু কোর্ট ছেড়ে ক্যামেরার সামনে বসেছেন আমান। চলছে অমিতাভ রেজা চৌধুরীর পরিচালনায় একটি প্রসাধনীর বিজ্ঞাপনের কাজ।

আমান বললেন, ‘এটা মূলত চুলের প্রসাধনী। অমিতাভ ভাইয়ের সঙ্গে আমার চতুর্থ বিজ্ঞাপন এটি। গতকাল (১৬ আগস্ট) কাজ হয়েছে। আজও চলছে শুটিং। তারপর আবারও আদালতে পরীমণির মামলা নিয়ে ফিরতে হবে।’

শুটিংয়ে অমিতাভ রেজার ক্যামেরার সামনে আমান রেজাসব মিলিয়ে আমানের ক্যারিয়ারের এটি ৫৪তম বিজ্ঞাপন বলে জানালেন তিনি। এছাড়া ৭টি চলচ্চিত্রের কাজ চলছে তার। এরমধ্যে পাঁচটি ছবি হলো, ইফতেখার চৌধুরীর ‘মুক্তি’, নদী তারিকের ‘চৈত্রের দুপুর’, মিনহাজ কিবরিয়ার ‘বিভোর আই ডাই’, মিজানুর রহমান লাবুর ‘পরী তোমার জন্য’ ও মনতাজুর রহমান আকবরের ‘আয়না’। বাকি দুটির নাম এখনও চূড়ান্ত নয়।