সাহিত্যিক সাদাতের কথায় এবার প্রেরণা

বাবা গীতিকবি কবির বকুলের কথায় আগেই গান গেয়েছেন ইশরাক নাওয়ার প্রেরণা। ২০১৮ সালে প্রথম মৌলিক হিসেবে ধ্রুব মিউজিকে প্রকাশিত হয় ‘মন প্রজাপতি পুলকের সুরে’।

গেয়েছেন লিজেন্ড আইয়ুব বাচ্চুর সুরেও। ‘কাঁধে ভারী ব্যাগ’- শিরোনাম সেই গানটির।

গানের সঙ্গেই আছেন এই নবীন। এবার যেমন গাইলেন কথাসাহিত্যিক সাদাত হোসাইনের কথায়। নতুন গানটির শিরোনাম ‘এই রাত্রি হলে শেষ’। সুর-সংগীতে আছেন বেলাল খান। 

সাদাত হোসাইন বললেন, ‘‘এই দহন দিনের শেষে...বন্ধু তোমায় জড়িয়ে নেবো আবার ভালোবেসে’- কথাগুলো কবিতা আকারে ফেসবুকে লিখেছিলাম গত বছর করোনার একদম প্রথমদিকে। যখন পাখির মতো উড়ে বেড়ানো মানুষগুলোকে হঠাৎ ঘরবন্দি হয়ে যেতে হলো। মনে হলো, এই অনুভবটুকুই হয়তো আমরা সবাইই বুকে পুষে রেখেছি। প্রিয় শিল্পী বেলাল খান চট করে ইনবক্সে মেসেজ পাঠালেন, তিনি কবিতাটায় সুর দিয়ে গান বানিয়ে ফেলেছেন। সেই গান শুনে একটা অদ্ভুত ভালো লাগায় মন আচ্ছন্ন হয়ে গেলো। তবে বেলাল ভাই চমকে দিলেন প্রেরণাকে দিয়ে গানটি গাইয়ে।’’

প্রেরণা প্রসঙ্গে তিনি বললেন, ‘প্রেরণা কী মায়া নিয়েই না গানটা গেয়েছেন! সবকিছুর পরও কোনও এক অদ্ভুত কারণে এটি আর উন্মুক্ত করা হয়নি। তবে আজ এতদিন বাদে এটি মুক্ত করে দেওয়া হলো।’

গানটি লিরিক্যাল ভিডিও আকারে এসেছে ফেসবুক ও ইউটিউবে। এটির ভিডিও গ্রাফিক্স করেছেন হৃদয় চৌধুরী।

ভিডিও: