শুরু হচ্ছে সকাল আহমেদের নতুন ধারাবাহিক

সম্প্রচার শুরু হচ্ছে জনপ্রিয় নির্মাতা সকাল আহমেদের নতুন ধারাবাহিক ‘সাদাসিধে ছোটভাই’।

এটিএন বাংলায় রবিবার (২৯ আগস্ট) থেকে এটির সম্প্রচার শুরু হচ্ছে। চলবে প্রতি রবি ও সোমবার রাত ৮টা ৪০ মিনিটে। 

মাসুম রেজার রচনায় নাটকটিতে অভিনয় করেছেন শহীদুজ্জামান সেলিম, সাবেরী আলম, এফ এস নাঈম, অ্যালেন শুভ্র, অর্ষা, মৌসুমি হামিদ প্রমুখ। 

নির্মাতা সকাল জানান, কিছু কাল্পনিক চরিত্র নিয়ে ‘সাদাসিধে ছোটভাই’ নাটকের গল্প এগিয়ে যাবে। তাদের জীবনের মূল গল্পের বাইরেও ছোট ছোট কিছু গল্প থাকছে এতে। ধারাবাহিকের প্রতিটি পর্ব শেষে সেই ছোট ছোট গল্পগুলোকে বোনাস দৃশ্য হিসাবে দেখানো হবে।

গল্পটা দুই ভাইয়ের। তারা আপন ভাই না হয়েও আপনের চেয়েও আপন। বড়ভাই একজন লেখক। ছোটভাই নাট্যকলায় স্নাতকোত্তর করে নাটক লেখার চেষ্টা করছে। ছোটভাই গভীর সম্পর্কে হাবুডুবু খাচ্ছে রিনার প্রেম সাগরে। আর বড়ভাই একজন অবিবাহিত মানুষ। বয়স পঞ্চাশের কোঠায়। সবাই তাকে অবিবাহিত জানলেও তার গোপন রহস্য কেউ জানে না। তার এক কন্যা সন্তানও আছে! মাঝে মাঝেই লুকিয়ে সে তার সাথে দেখা করতে যায়। 

এইসব ঘটনা নিয়েই আবর্তিত হবে ধারাবাহিক নাটক ‘সাদাসিধে ছোটভাই’।