ক্যাপ্টেন নওশাদকে আসিফের শ্রদ্ধা, রাষ্ট্রের প্রতি ক্ষোভ

গানের বাইরে সোশ্যাল মিডিয়ায় নানা ইস্যুতে প্রায়ই সরব থেকেছেন গায়ক আসিফ আকবর। এবার তিনি কথা বললেন সদ্য প্রয়াত বাংলাদেশ বিমানের ক্যাপ্টেন নওশাদ আতাউল কাইয়ুমকে নিয়ে।

তার কীর্তির প্রতি শ্রদ্ধা জানালেন তিনি। ৩১ আগস্ট সকালে ফেসবুকে এক পোস্টে লেখেন, ‌‘ইতোমধ্যে আমরা জেনে গেছি ভদ্রলোক হার্ট অ্যাটাকে মারা গেছেন ইন্ডিয়ার একটি হাসপাতালে। রিপোর্ট পড়ে যতটুকু জেনেছি এ নিয়ে তিনি দুই দফায় প্রায় তিন শতাধিক যাত্রীর প্রাণ বাঁচিয়েছেন বাংলাদেশ বিমানের ককপিটে বসে। হায়াত-মউত আল্লাহর হাতে, ক্যাপ্টেন নওশাদ একজন উছিলা মাত্র। বিশেষজ্ঞদের মতামতে বোঝা গেছে, মানুষটা খুবই দায়িত্বশীল ছিলেন। কাজ করতে করতেই আল্লাহর প্রিয় হয়ে গেলেন। বাংলাদেশে এমন বীরের জন্ম হয়েছে বারবার, আমরা তাদের মনে রাখি না।’

তিনি প্রস্তাব রেখে বলেন, ‘ক্যাপ্টেন নওশাদের মতো বীরদের জাতীয় সম্মাননা দেওয়া হলে তরুণ প্রজন্ম দেশপ্রেমে উজ্জীবিত হবে। একুশে পদক, স্বাধীনতা পদকসহ বিভিন্ন রাষ্ট্রীয় পদক নিয়েও দলাদলির শেষ নেই। অনেক গুণীজন পুরস্কার পাওয়ার জন্য অপেক্ষা না করে বাগিয়ে নেওয়ার ধান্দায় যে কোনও ক্ষমতাসীন দলের তাবেদার হয়ে যায়। আর সান্ত্বনা হিসেবে মরণোত্তর পুরস্কার জোটে ভদ্রলোকদের ভাগ্যে। ক্যাপ্টেন নওশাদ, আপনি বাংলাদেশের গর্ব। আপনাকে মরণোত্তর সম্মান জানানো ছাড়া আর কোনও যোগ্যতা আমার নেই।’

সম্প্রতি আসিফ কথা বলেছিলেন চিত্রনায়িকা পরীমণিকে নিয়েও। সেখানে এই নায়িকার মুক্তির পক্ষে দাবি তোলেন তিনি।