সিংহলি গায়িকার উপমহাদেশ জয় (ভিডিও)

ইউটিউব, ফেসবুক বা ইনস্টাগ্রাম- যেখানেই চোখ মেলেন না কেন, সামনে আসছে একটি মেয়ে; যিনি গাইছেন ‌‘মানিকে মাগে হিথে’।

দূর শ্রীলংকা থেকে ভারত কিংবা বাংলাদেশ এমনকি বলিউডেও কান পাতলে শোনা যাচ্ছে এই গান। ভাষা না জানলেও এমন সুরে মাথা দোলাতে কার্পণ্য করছেন না কেউই। 

সব জায়গাই একই প্রশ্ন কে এই সুহাসিনী গায়িকা? কী তার পরিচিতি। ‘মানিকে মাগে হিথে’ গানটির বাংলা তর্জমা হচ্ছে ‘তুমি আমার চোখের মণি’। 

নতুন এ সোশ্যাল সেনসেশনের নাম ইয়োহানি ডিলোকা ডি সিলভা। জন্ম শ্রীলংকায়। বাবা সেনা কর্মকর্তা আর মা বিমানসেবিকা। বিজ্ঞান নিয়ে আগ্রহ থাকলেও পড়াশোনা করেছেন লজিস্টিক ম্যানেজমেন্টে। কিন্তু চলে এলেন সংগীতে। হয়ে উঠলেন উপমহাদেশীয় সংগীতের হালের মধ্যমণি। 

গত ২২ মে ফেসবুকে এক পোস্টে তিনি লেখেন, ‌‘‘আমার নতুন গানের ভিডিও বের হয়েছে। গানের শিরোনাম ‘মানিকে মাগে হিথে’।’’

সঙ্গে গানটির লিংক শেয়ার করেছিলেন শ্রীলঙ্কান এই তরুণ র‍্যাপার। কিন্তু খুব একটা সুবিধা বোধ হয়নি। যে কারণে পরদিন ফেসবুকে আবার গানটির লিংক শেয়ার করে লেখেন, ‘হোয়াট ডু ইউ থিংক?’ সপ্তাহখানেকের মধ্যেই ভোজবাজির মতো পাল্টে যায় চেহারা। ৩০ জুন ফেসবুকে ইয়োহানি জানান, ‘আমরা ১০ লাখ ভিউ ছুঁয়েছি।’

আর এখন গানটি সিংহলি নয়, তামিল, তেলেগু, বাংলা, ইংরেজি ভাষায় গাওয়া হচ্ছে। এটি ভারতের ৫০ ভাইরাল গানের মধ্যে শীর্ষ ৬ নম্বরে উঠে এসেছে এখন। যেভাবে ছড়াচ্ছে তাতে ১ নম্বরে উঠে এলেও অবাক হওয়ার কিছু নেই। 

গানটি ইতোমধ্যে ভিউ হয়েছে ৭৫ মিলিয়ন। তিন দিন ধরে এটি গড়ে ২০ লাখ মানুষ দেখছেন। গানটি নিয়ে টুইট করেছেন অমিতাভ বচ্চনসহ বলিউডের বেশ কয়েকজন। অমিতাভ লিখেছেন, ‘‘শ্রীলঙ্কার ‘মানিকে মাগে হিথে’ দুর্দান্ত। আমার জিনিয়াস নাতনি ‘কালিয়া’ ছবির গানের সঙ্গে এটি এডিট করেছে ইতোমধ্যেই।’’

ইউটিউব দিয়েই শুরু ইয়োহানির। তার প্রথম গান ‘দেভিয়াঙ্গি’। তিনি নিজেই গান লেখেন, সুর করেন। নিজ দেশে র‌্যাপার হিসেবে বেশ খ্যাতি তার। সুর-সংগীতের পাশাপাশি ইয়োহানি সংগীত প্রযোজকও। পেয়েছেন একাধিক পুরস্কার। নিজ দেশ শ্রীলংকায় তাকে বলা হয় র‌্যাপ কুইন।

মানিকে মাগে হিথে: