এক দশক পর ভেলভেট উইংস (ভিডিও)

প্রতিষ্ঠার ১ যুগ পেরুলেও ব্যান্ড ভেলভেট উইংস গান প্রকাশে খুব বেশি মনোযোগী নয়। ২০১২ সালে এসেছিল তাদের দুটি গান। এবার প্রায় ১০ বছরের মাথায় আসছে তাদের তৃতীয় মৌলিক গান। নাম ‘অজানায়’।

ব্যান্ডটির ভোকাল রাজ জানান, রেডিও, টিভি লাইভ এবং স্টেজ পরিবেশনার কারণে গান প্রকাশে তারা খুব একটা সময় দিতে পারেননি। ২০১২ সালে দুটি গান প্রকাশ হয়। এবার তারা চাইছেন, গান প্রকাশে মনোনিবেশ করতে। 

‘অজানায়’ গানটি ১৬ সেপ্টেম্বর সন্ধ্যায় দলটির ইউটিউব চ্যানেলে অবমুক্ত হলো।

২০১৭ সালে কালজয়ী গান ‘আমার ভাইয়ের রক্তে রাঙানো’র নতুন সংগীতায়োজনে তৈরি করেছিল ব্যান্ড ভেলভেট উইংস। যেখানে গানটির সুরসষ্ট্রা শহীদ আলতাফ মাহমুদ কন্যা শাওন মাহমুদও কণ্ঠ দিয়েছিলেন। সেবছরের ভাষা দিবসে প্রকাশিত এ কাজটি বেশ প্রশংসিত হয়। তবে এরপর আর কোনও গানে সেভাবে তাদের পাওয়া যায়নি।