‘বাহার’র নতুন দুই সিজন নিয়ে ভিন্ন পরিকল্পনা

জনপ্রিয় টার্কিশ মেগা সিরিজ ‘বাহার’ প্রচার করে আসছে বাংলাদেশের দীপ্ত টিভি। গত জুলাইয়ে শুরু হওয়া এ ধারাবাহিকটির প্রথম মৌসুম শেষ হবে আগামী ২৬ সেপ্টেম্বর।

তিন সিজনের এই সিরিজটির বাকি দুটি একবারে দেখানোর পরিকল্পনা নিয়েছে টিভি চ্যানেলটি। ধারাবাহিকটি ব্যাপক জনপ্রিয়তা পাওয়ায় নতুন দুই সিজনের পর্বগুলোর ডাবিং একবারেই শেষ করেছে দীপ্ত টিম।

নতুন মৌসুম শুরু হবে আগামী ২৭ সেপ্টেম্বর থেকে। ২৫ সেপ্টেম্বর বিষয়টি নিয়ে বিস্তারিত জানাতে একটি সংবাদ সম্মেলনের ডাক দিয়েছে দীপ্ত কর্তৃপক্ষ।

চ্যানেলটি বাংলা ট্রিবিউনকে জানায়, সিরিজটি বহির্বিশ্বে তিনটি মৌসুমে প্রচার হয়। তবে বাকি দুটি সিজন আর আলাদা হবে না। দীপ্ত দুটি মৌসুম একবারে দেখাবে। 

এক নারীর জীবন-সংগ্রামকে উপজীব্য করে, তুরস্কের সামাজিক প্রেক্ষাপটে নির্মিত হয়েছে ‘বাহার’। দোরুক আর নিসান নামের ছোট্ট দুই সন্তানকে ঘিরেই মা বাহারের জীবন। কয়েক বছর আগে এক দুর্ঘটনায় বাহার তার স্বামী সার্পকে হারায়, কিন্তু স্বামীর অনুপস্থিতি সে তার সন্তানদের বুঝতে দেয় না। বাহার সব সময় নিজের ও তার স্বামীর পরিচয়ের গল্প, প্রেম-বিয়ের কথা এমনভাবে তার সন্তানদের শোনায়, যেন ওরা বাবাকে কাছে না পেলেও তার সুন্দর স্মৃতিগুলো নিয়ে বেড়ে উঠতে পারে।

বাহার তার সন্তানদের সর্বোচ্চ ভালোবাসা আর সুন্দর শৈশব উপহার দিতে চায়। কারণ, খুব ছোটবেলায় বাহারের মা তাকে ছেড়ে গিয়েছিল।

পুরো সিরিজটি বাংলায় ডাবিং করা। এর শিল্পীদের তালিকায় আছেন—বাহার চেশমেলি (মেরিনা মিতু), সার্প চেশমেলি (শফিকুল ইসলাম), নিসান চেশমিল (নাদিয়া ইকবাল ইশরা), দোরুক চেশমিল (আনিরা মিশেল রিভা), আরিফ (আলবিনো জর্জ পাইক), এনভার সারিকাদি (অশোক কুমার বসাক), হাতিজে সারিকাদি (সাকি ফারজানা), শিরিন সারিকাদি (নিগার সুলতানা মিমি), জেইদা (ইন্দ্রানী ঘটক), জালে দেমির (নাহিদা আখতার ইমু), মুসা দেমির (আশিক কুমার বসাক) ও ইয়েলিয (পর্ণা মিটিল্ডা কস্তা)।