মাস্ক পরা নিয়ে ট্রলের শিকার সালমান

বলিউডের স্টাইল আইকন বলা হয় সালমান খান। হাতে ব্রেসলেট, কপাল বা কাঁধে সানগ্লাস রাখা থেকে শুরু করে তার জিন্সও ভক্তরা অনুসরণ করেন।

এমনকি বিয়িং হিউম্যান নামে তার রয়েছে ফ্যাশন প্রতিষ্ঠানও। তেমন একজন ফ্যাশন সচেতন তারকা এবার ট্রলের শিকার হলেন মাস্ক পরে।

ছবির কাজ শেষে রাশিয়া থেকে ভারতে ফিরেছেন সালমান খান। আর তখনই কাণ্ডটি ঘটে। বিমানবন্দর থেকে বের হওয়ার সময় উল্টো মাস্কে দেখা যায় তাকে। 

কালো টি শার্টের সঙ্গে ডেনিম শার্ট পরেছিলেন সালমান। মাথায় টুপি, মুখে কালো মাস্ক। সালমানের মাস্কে সোনালি রঙের সুতো দিয়ে ফুটিয়ে তোলা তার নামের আদ্যক্ষর— ‘এসকে’। কিন্তু মাস্কটি উল্টো পরায় সেই অক্ষর দু'টিও স্বাভাবিক ভাবেই উল্টে যায়। সেই অবস্থাতেই চিত্রগ্রাহকদের ক্যামেরায় লেন্সবন্দি হন তিনি।বিমানবন্দরে সালমান

সালমানের উল্টো মাস্ক পরা দেখে অনেকেই টিপ্পনি কেটেছেন। কেউ কেউ ব্যঙ্গ করে বলছেন, ‌‌‘মাস্ক পরার অভ্যাস না থাকলে এ ধরনের ভুল হওয়াটাই স্বাভাবিক’। 

অবশ্য করণ জোহর লিখেছিলেন, ‘সালমান খান যুক্তিকে হার মানান।’

উল্লেখ্য, রাশিয়া ও তুরস্কে ‘টাইগার-৩’ ছবির কাজ করছিলেন সালমান। ‘বিগ বস’র পঞ্চদশ পর্যায় শুরু হওয়ার আগে দেশে ফিরে এসেছেন তিনি। এবারও সেই অনুষ্ঠানের সঞ্চালনার দায়িত্ব তার কাঁধে।

সূত্র: ইন্ডিয়ান এক্সপ্রেস