আলিয়ঁস ফ্রঁসেজ-এ দিনভর আলোচনা

শহরে চলছে ‘চতুর্দশ ঢাকা আন্তর্জাতিক চলচ্চিত্র উৎসব’। ‘বেটার ফিল্ম, বেটার অডিয়েন্স, বেটার সোসাইটি’ স্লোগান নিয়ে রেইনবো চলচ্চিত্র সংসদ এ উৎসবের আয়োজন করেছে। বাংলাদেশসহ বিশ্বের ৫৮ দেশের ১৭৮টি ছবি এবারের উৎসবে প্রদর্শিত হচ্ছে। বৃহস্পতিবার বিকালে জাতীয় জাদুঘরের প্রধান মিলনায়তনে ৯ দিনের এ উৎসবের উদ্বোধনী অনুষ্ঠানে প্রধান অতিথি ছিলেন তথ্যমন্ত্রী হাসানুল হক ইনু। প্রখ্যাত সিরিয় চলচ্চিত্র নির্মাতা মোহাম্মদ মালাস ও নরওয়ের চলচ্চিত্র নির্মাতা আনিয়া ব্রেইন মঙ্গল প্রদীপ জ্বালিয়ে উৎসব উদ্বোধন করেন।

আলিয়ঁস ফ্রঁসেজ-এ দিনভর আলোচনাচতুর্দশ ঢাকা আন্তর্জাতিক চলচ্চিত্র উৎসবের অংশ হিসেবে আজ রবিবার আলিয়ঁস ফ্রঁসেজ মিলনায়তনে দিনব্যাপী অনুষ্ঠিত হলো, ‘বাংলাদেশ ফিল্মস: ফাইন্ডিং গ্লোবাল অডিয়েন্স’ শিরোনামের একটি ভিন্নমাত্রার আলোচনা অনুষ্ঠান। নির্মাতা সামিয়া জামানের পরিচালনায় এর প্রধান বক্তা হিসেবে উপস্থিত ছিলেন ইন্টারন্যাশনাল ইমার্জিং ফিল্ম ট্যালেন্ট অ্যাসোসিয়েশন এর পরিচালক মারকো অরসিনি।

আলিয়ঁস ফ্রঁসেজ-এ দিনভর আলোচনারবিবার সকাল সাড়ে নটায় শুরু হয়ে দিনব্যাপী চার ধাপে অনুষ্ঠিত এ বৈঠকের প্রথম পর্বে প্রধান অতিথি হিসেবে অংশ নেন সংস্কৃতি মন্ত্রী আসাদুজ্জামান নূর। ২য় পর্বে ছিলেন স্বরাষ্ট্র প্রতিমন্ত্রী শাহরিয়ার আলম। দিন শেষে এ আলোচনা অনুষ্ঠানের সমাপনী টানেন তথ্যমন্ত্রী হাসানুল হক ইনু।

আলিয়ঁস ফ্রঁসেজ-এ দিনভর আলোচনাএদিন আলোচনা অনুষ্ঠানে বিভিন্ন সময়ে অংশ নেন নির্মাতা মোরশেদুল ইসলাম, আবু সাইয়ীদ, মোস্তফা সরয়ার ফারুকী, আবু শাহেদ ইমন, রুবাইয়াত হোসেন সহ তরুণ অনেক নির্মাতা-কুশলী। এ আলোচনা অনুষ্ঠানে উঠে আসে বাংলাদেশের স্বাধীন চলচ্চিত্র কিভাবে বিশ্ব বাজারের সহযোগিতা নিয়ে এগিয়ে যাবে- সে লক্ষ্যে পর্যালোচনা।  

আলিয়ঁস ফ্রঁসেজ-এ দিনভর আলোচনাপ্রসঙ্গত, ঢাকা আন্তর্জাতিক চলচ্চিত্র উৎসব চলবে ২২শে জানুয়ারি পর্যন্ত।

আলিয়ঁস ফ্রঁসেজ-এ দিনভর আলোচনা
ছবি: সাজ্জাদ হোসেন/ বাংলা ট্রিবিউন

/এমএম/