ইংরেজি ভাষায় গাইলেন সাব্বির নাসির (ভিডিও)

কিছু দিন আগে যুক্তরাষ্ট্র থেকে সাব্বির নাসিরের ঘরে এলো ব্রোঞ্জ পদক! তার গাওয়া ‘আধা’ গানটির জন্য সেরা শিল্পীর এই পুরস্কারটি দিলো ক্যালিফোর্নিয়ায় আয়োজিত গ্লোবাল মিউজিক অ্যাওয়ার্ড-২০২১ কর্তৃপক্ষ।

সেই রেশ না কাটতেই চমকে দিলেন আরেকবার। এটাও গ্লোবাল! তবে এবার আর স্বীকৃতি নয়, সরাসরি গাইলেন ইংরেজি ভাষায় গান, প্রথমবারের মতো। গানটির শিরোনাম ‘ড্রাউনিং’। বিশ্বজুড়ে প্রকাশ হলো শুক্রবার (১৫ অক্টোবর) শিল্পীর ইউটিউব চ্যানেল ও ফেসবুক পেইজে। গানটির প্রিমিয়ার উপলক্ষে বিশেষ ফিচার প্রকাশ হয়েছে ভেন্টস ম্যাগাজিনে। ভেন্টস বিশ্বের সেরা দশটি মিউজিক ম্যাগাজিনের একটি। 

সাব্বির নাসির বলেন, ‘এ গানের অডিও-ভিডিওর মাধ্যমে মানবপাচার, শিশুদের দিয়ে দেহব্যবসাসহ পৃথিবীর বুকে ঘটে যাওয়া সব অপকর্ম বন্ধ করার আহ্বান করেছি আমি। বলতে চেয়েছি, এই নারকীয় অপরাধের ভারে আমরা প্রতিনিয়ত ডুবে যাচ্ছি।’

‘ড্রাউনিং’ ফিচারিং করেছে এপিরাস। গানটি লিখেছেন শেখ সামি মাহমুদ। ভিডিওটি পরিচালনা করেছেন শাহরিয়ার পলক।