আরিয়ানকে নিয়ে চিন্তায় জেল কর্তৃপক্ষ, বাড়ানো হলো নিরাপত্তা

জেলের পরিবেশের সঙ্গে মানিয়ে নিতে পারছেন না বলিউড তারকা শাহরুখ খান পুত্র আরিয়ান খান। পাশাপাশি সেখানকার খাবারও মুখে তুলতে পারছেন না তিনি। আর এতেই তার স্বাস্থ্য ও হাইজিন নিয়ে চিন্তায় পড়ে গেছে ভারতের মুম্বাইয়ের আর্থার রোড জেল কর্তৃপক্ষ।

সম্প্রতি জানা গেছে, জেলের ভেতরে আরিয়ানের নিরাপত্তা আরও বাড়িয়ে দেওয়া হয়েছে। স্পেশাল ব্যারাকে সরিয়ে নিয়ে যাওয়া হয়েছে তাকে। যেখানে তার ওপর ২৪ ঘণ্টাই নজর রাখছেন পুলিশ কর্তারা। 

ভারতীয় পত্রিকার খবর, নারকোটিক্স কন্ট্রোল ব্যুরোর (এনসিবি) জিজ্ঞাসাবাদ ছাড়া জেলে আরিয়ান কারও সঙ্গে কথা বলছেন না। জেলের পরিবেশের সঙ্গে মানিয়ে নিতেও তার সমস্যা হচ্ছে। অন্যদিকে সেখানকার খাবার না খাওয়ায় স্বাস্থ্যঝুকিতে আছেন শাহরুখ তনয়। যদিও ক্যান্টিন খরচ বাবদ সাড়ে চার হাজার রুপি পরিবারের কাছে থেকে পেয়েছেন তিনি। কিন্তু খাবারে তার অনীহা বেশি চিন্তায় ফেলেছে কারা কর্তৃপক্ষকে। 

অন্যদিকে, এই মুহূর্তে জেলে কাউন্সিলিং চলছে ২৩ বছর বয়সী আরিয়ানের। এনসিবির নিয়ম অনুযায়ী, মাদক কাণ্ডে কাউকে গ্রেফতার করা হলে তার কাউন্সিলিংয়ের বিশেষ ব্যবস্থা করা হয়। শোনা যাচ্ছে, কাউন্সিলিংয়ের সময় যথেষ্ট সহযোগিতাও করছেন আরিয়ান।

সংবাদমাধ্যমের রিপোর্ট অনুযায়ী, জেল থেকে বেরিয়ে সমাজের জন্যে কাজ করার কথা জানিয়েছেন তিনি। 

উল্লেখ্য, ২ অক্টোবর মুম্বাইয়ে গোয়াগামী প্রমোদতরি থেকে আটক হন শাহরুখপুত্র আরিয়ান খান।

জানা যায়, শাহরুখের ছেলেকে নারকোটিক ড্রাগস অ্যান্ড সাইকোট্রপিক সাবস্ট্যান্সেস (এনডিপিএস)-আইনের আওতায় গ্রেফতার করা হয়েছে। পরোয়ানায় লেখা রয়েছে, ৩০ গ্রাম কোকেন, ২১ গ্রাম চরস, ২২টি এমডিএমএ বড়ি ও নগদ ১,৩৩,০০০ টাকা উদ্ধার হয়েছে মুম্বাই থেকে গোয়াগামী প্রমোদতরির টার্মিনালে।

এনসিবি সূত্রে খবর, শাহরুখপুত্রের সরঞ্জাম থেকেও মাদক উদ্ধার হয়েছে। তার লেন্স রাখার বাক্সে নেশাদ্রব্য পাওয়া গেছে। সেই পার্টিতে জামাকাপড়ের সেলাই, মেয়েদের ব্যাগের হাতলের মধ্যেও লুকিয়ে রাখা হয়েছিল মাদক। আটকের আগে আরিয়ান চরস খেয়েছিলেন।

সূত্র: টাইমস অব ইন্ডিয়া