X
শনিবার, ১৫ মার্চ ২০২৫
১ চৈত্র ১৪৩১

সিনেমা মুক্তির আগে যে কাজটি নিয়মিত করেন শাহরুখ খান

বিনোদন ডেস্ক
১৬ ফেব্রুয়ারি ২০২৪, ২০:২৬আপডেট : ১৬ ফেব্রুয়ারি ২০২৪, ২০:২৮

দেখতে দেখতে বলিউডে ৩০ বছরের বেশি সময় কাটিয়ে দিলেন। উপহার দিয়েছেন বহু বহু ছবি। তার মধ্যে কিছু সুপারহিট, কিন্তু ফ্লপও রয়েছে। তবে হিটের পাল্লাটাই ভারী। পেয়েছেন সুপারস্টার খেতাব। তার লাখ লাখ ভক্ত দেশে বিদেশে ছড়িয়ে আছে। 

তবে অভিনেতার একটি বিশেষ অভ্যাসের কথা জানন কি? প্রতিটি ছবি মুক্তির আগে তিনি ঠিক কোন কাজটি করেন!

সম্প্রতি শাহরুখ একটি সামিটে অংশ নিয়েছিলেন। সেখানেই জানালেন তার কোনও ছবি মুক্তির আগে কোন কাজটি অবশ্যই করেন। কোনও ছবি ফ্লপ করলেই বা কী করেন তিনি।

শাহরুখ খান এদিন জানান, তার যে কোনও ছবি মুক্তির আগে গোসল করার একটি বিশেষ নিয়ম আছে। অভিনেতার ভাষায়, ‘ভারতে ছবি মূলত শুক্রবার করেই মুক্তি পায়। তাই আমি আমার মুম্বাইয়ের বাড়িতে বৃহস্পতিবার আড়াই ঘণ্টা ধরে গোসল করি এবং নিজেকে সমস্ত কাজ ও চাপ থেকে ধুয়ে ফেলি।’

শাহরুখ খান চার বছর পর বলিউডে ফিরে একটার পর একটা সুপারহিট ছবি উপহার দেন। ২০২৩ সালে মুক্তি পেয়েছে ‘পাঠান’, ‘জওয়ান’ এবং ‘ডাঙ্কি’। তিনটিই ব্লকবাস্টার। বক্স অফিসের সমস্ত রেকর্ড ভেঙে ফেলে এগুলো। কিন্তু তার আগে শাহরুখের একটার পর একটা ছবি ফ্লপ করেছে। একটা লম্বা সময় তিনি কোনও হিট ছবি দিতে পারেননি। তখন নিজেকে কীভাবে সামলাতেন? 

জবাব দিলেন এই বিষয়েও। বললেন, ‘তখন নিজেকে বার বার বুঝিয়েছি এই বলে, কঠোর পরিশ্রম করো, ভাবো তুমি সেরা ছবি তৈরি করেছ, সব থেকে সুন্দর গল্প বলেছ। অনেক সময় এমন হয় যে, ছবিটা তুমি ভালোবেসে বানিয়েছ কিন্তু সেটা ফ্লপ করেছে। আবার যে ছবি নিয়ে তুমি সন্তুষ্ট নও, সেটাই দেখবে হিট করে গিয়েছে। ফলে এটা নিয়ে চাপ নেওয়া যাবে না। কাজ করে যেতে হবে।’ 

শাহরুখ খান শাহরুখ মনে করেন ফ্লপ করার পর ভেঙে না পড়ে এভাবে ভাবেন তিনি, ‘প্রার্থনা করা এবং কাজে ফেরা উচিত। আরও ভালো ছবি তৈরি করায় মন দেওয়া উচিত।’

সূত্র: হিন্দুস্তান টাইমস

/এমএম/
সম্পর্কিত
মান্নাত ছাড়ছেন শাহরুখ, তবে...
মান্নাত ছাড়ছেন শাহরুখ, তবে...
একাডেমি জাদুঘরে সত্যজিৎ-শ্যাম বেনেগালদের সিনেমা  
একাডেমি জাদুঘরে সত্যজিৎ-শ্যাম বেনেগালদের সিনেমা  
মার্ভেল ইউনিভার্সে শাহরুখ?
মার্ভেল ইউনিভার্সে শাহরুখ?
আসছে ‘ম্যায় হু না’র সিক্যুয়েল; থাকছেন তো শাহরুখ?   
আসছে ‘ম্যায় হু না’র সিক্যুয়েল; থাকছেন তো শাহরুখ?  
বিনোদন বিভাগের সর্বশেষ
নিখোঁজ লাইজুর ভূত হয়ে ফেরা!
নিখোঁজ লাইজুর ভূত হয়ে ফেরা!
চলছে ‘হাজং’ সম্প্রদায় নিয়ে প্রদর্শনী
চলছে ‘হাজং’ সম্প্রদায় নিয়ে প্রদর্শনী
আবার আসছে ‘অ্যালেন স্বপন’
আবার আসছে ‘অ্যালেন স্বপন’
জন্মদিনে আমিরের গৌরি চমক!
জন্মদিনে আমিরের গৌরি চমক!
একসঙ্গে নাচলেন তারা...
একসঙ্গে নাচলেন তারা...