গানের পুরনো জুটি, উৎসর্গে আইয়ুব বাচ্চু (ভিডিও)

রক লিজেন্ড আইয়ুব বাচ্চুর প্রয়াণ দিবসে (১৮ অক্টোবর) তাকে নিয়ে একটি গান প্রকাশিত করলেন একসময়ের জনপ্রিয় সংগীত পরিচালক আরমান খান। ‘আসা-যাওয়া’ শিরোনামের এই গানের কথা লিখেছেন প্রশংসিত গীতিকার বাপ্পী খান। সুর ও সংগীত করার পাশাপাশি এটি গেয়েছেনও আরমান। গতকাল (১৮ অক্টোবর) গানটি প্রকাশিত করেছে প্রযোজনা প্রতিষ্ঠান জি সিরিজ।

এলআরবি’র উল্লেখযোগ্য গীতিকবিতা মানে বাপ্পী খান। আইয়ুব বাচ্চুর কণ্ঠে বেশিরভাগ বিখ্যাত গানের রচয়িতা তিনি। অন্যদিকে, খ্যাতনামা সংগীত পরিচালক আলম খানের যোগ্য উত্তরসূরি আরমান খান। আইয়ুব বাচ্চুর জন্য সুর বেঁধেছেন অনেক গানের।

এই উদ্যোগ প্রসঙ্গে আরমান খান বাংলা ট্রিবিউনকে বলেন, ‘গান থেকে দূরে আছি। কিন্তু গান তো আমাকে ছাড়েনি। তাই দূর সিলেটে অন্য একটি পেশায় থেকেও সারাক্ষণ সংগীত কিলবিল করে মাথায়। পুরনো মুখগুলো সামনে আসে কারণে অকারণে। তেমনই একজন বাচ্চু ভাই। যার সঙ্গে আমার অসংখ্য কাজ হয়নি ঠিকই, কিন্তু একটা গোপন মায়ার সম্পর্ক রয়েছে। কিছু দিন আগে হঠাৎ মনে হলো, ভাইয়ের জন্য তো কিছু করতে পারিনি, এবার একটা গান করি। সেই ভাবনা থেকেই কাজটি করা।’

ভিডিওতে অংশ নিয়েছেন আরমান খান নিজেই। এটি নির্মাণ করেছেন রায়হান খান। 

গানটি নিয়ে এই সংগীত পরিচালক আরও বলেন, “আমি চেষ্টা করেছি বাচ্চু ভাইয়ের আদলে গানটি তৈরি করতে। যে কেউ শুনলেই সেটি টের পাবেন। এটাও অনেকে ভাববেন, গানটি বাচ্চু ভাই গাইলেই অসাধারণ হতো। কিন্তু সেটি তো আর সম্ভব নয়।’’

আরমান খানের সুরে ৯০ দশকে আইয়ুব বাচ্চু গেয়েছেন বেশক’টি জনপ্রিয় গান। এরমধ্যে ‘দোস্ত দুশমন’ অ্যালবামে ৫টি আর ‘পরীক্ষা’য় রয়েছে ৩টি গান।

***নতুন গানটি শুনতে ক্লিক করুন এখানে