এলো আসিফ-কিশোরের ‘সবটা জুড়ে তুমি’

এই প্রজন্মের মেধাবী সংগীতশিল্পী কিশোরের জীবনের প্রথম মৌলিক গানটি লিখেছিলেন নন্দিত গীতিকবি আসিফ ইকবাল। এরপর লিখেছেন তার প্রথম একক অ্যালবামেও। 

মাঝে দীর্ঘ বিরতি পেরিয়ে আবারও এক হলেন দু’জনে। তৈরি হলো নতুন গান- ‘সবটা জুড়ে তুমি’।

গানটিতে কণ্ঠ দেওয়ার পাশাপাশি সুরটাও করেছেন কিশোর। আর সংগীতায়োজন করেছেন সাজিদ সরকার। ভিডিও তৈরি করলেন রোহিত রায়হান সৈকত। যার সার্বিক তত্ত্বাবধানে ছিলেন ‘ন’ডরাই’-খ্যাত নির্মাতা তানিম রহমান অংশু। পর্দায় কিশোরের পাশাপাশি মডেল হিসেবে কাজ করেছেন অর্ণব অন্তু ও এন্নি।

গানচিত্রটি সম্প্রতি উন্মুক্ত হলো গানচিল মিউজিকের ইউটিউব চ্যানেলে। এর কথা, সুর, কণ্ঠ আর দৃষ্টিনন্দন ভিডিওতে মুগ্ধ এখন দর্শক-শ্রোতারা।

কিশোর বললেন, ‘‘দুজন খুঁত খুঁতে মানুষ (আসিফ ইকবাল ও কিশোর) একসাথে প্রায় পাঁচটি গান করার পর এর ভেতর থেকে ‘সবটা জুড়ে তুমি’কে নির্বাচন করাও ছিল কঠিন। পরবর্তী সময়ে আসিফ ভাই বললেন, ‘যেহেতু তোর সুর করা গান তুই নিজেই সংগীত করিস, এই গানটার ভিন্নতার জন্য আমি সাজিদ সরকারকে দিয়ে করাতে চাই’। আর তাতে বিনা বাক্যে রাজি হয়ে গেলাম।’’

গানচিল মিউজিকের ইউটিউব ছাড়াও বাংলাদেশসহ বিশ্বের জনপ্রিয় অডিও স্ট্রিমিং সাইটগুলোতে গানটি ইতোমধ্যে অবমুক্ত হয়েছে।