প্রসূন রহমানের ক্যামেরায় হাসান আজিজুল হক

দেশের অন্যতম কথাসাহিত্যিক হাসান আজিজুল হককে এবার দেখা যাবে নির্মাতা প্রসূন রহমানের প্রামাণ্যচিত্রে। গুণী এ মানুষকে নিয়ে জীবনালেখ্যনির্ভর প্রামাণ্য চলচ্চিত্র তৈরি করেছেন প্রসূন। এর নাম এই পুরাতন আখরগুলি।

এতে হাসান আজিজুল হক কথা বলেছেন তার যাপিত জীবন, জীবন-দর্শন, নিজের লেখালেখি, বাংলার কৃষ্টি ও সংস্কৃতি, ভাষা ও সাহিত্যের ভবিষ্যৎসহ নানা বিষয়ে।

৫০ মিনিট দৈর্ঘ্যের এ চলচ্চিত্রটির প্রথম প্রদর্শনী হতে যাচ্ছে রাজশাহীতে আয়োজিত দশম ঋত্বিক ঘটক চলচ্চিত্র উৎসবে।
আগামীকাল ৫ নভেম্বর সন্ধ্যায় রাজশাহীর বড়কুঠির পদ্মা গার্ডেনে এটি দেখানো হবে। বিষয়টি বাংলা ট্রিবিউনকে জানিয়েছেন নির্মাতা প্রসূন রহমান।

তিনি বলেন, ‌‘বাংলাদেশের অন্যতম প্রধান লেখক হাসান আজিজুল হক। পেয়েছেন দেশের উল্লেখযোগ্য সব সাহিত্য পুরস্কার। রাজশাহী বিশ্ববিদ্যালয়ের দর্শন বিভাগে অধ্যাপনা শেষে অবসরে আছেন বেশ কিছুটা সময়। তাই রাজশাহীর বুকে প্রামাণ্যচিত্রটির প্রথম প্রদর্শনী করতে পারাটা আমাদের জন্য বিশেষ।’

এই নির্মাতা এর আগে চিত্র পরিচালক তারেক মাসুদ ও ‌তানভীর মোকাম্মেলকে নিয়ে ‘ফেরা’ এবং ‘নদী ও নির্মাতা’ নামে একই ধরনের আরও দুটি প্রামাণ্য চলচ্চিত্র নির্মাণ করেছেন‌।‌