কান থেকে অস্কার

২০২২ সালের অস্কারের জন্য সেরা আন্তর্জাতিক পূর্ণদৈর্ঘ্য চলচ্চিত্র জমাদানের সময়সীমা ছিল এই নভেম্বরের প্রথম সপ্তাহ। বিভিন্ন দেশ সেই অনুযায়ী ছবি পাঠিয়ে দিয়েছে। এর মধ্যে ৭৪তম কান চলচ্চিত্র উৎসবের অফিসিয়াল সিলেকশনে স্থান পাওয়া ১৫টি ছবি রয়েছে। কান কর্তৃপক্ষ তাদের অফিসিয়াল ওয়েবসাইটে এই তথ্য উল্লেখ করে এসব ছবির কলাকুশলীদের শুভকামনা জানিয়েছে।

কান উৎসবের অফিসিয়াল সিলেকশনে বাংলাদেশের প্রথম ছবি হিসেবে ইতিহাস গড়া ‘রেহানা মরিয়ম নূর’ জমা পড়া তালিকায় রয়েছে। আবদুল্লাহ মোহাম্মদ সাদের পরিচালনায় এতে নাম ভূমিকায় অভিনয় করেছেন আজমেরী হক বাঁধন। ১ ঘণ্টা ৪৭ মিনিটের ছবিটিতে একাধারে মা, শিক্ষক ও প্রতিবাদী এক নারীর চরিত্রে দেখা গেছে তাকে। আগামী ১২ নভেম্বর বাংলাদেশে মুক্তি পাচ্ছে এটি।

জানা গেছে, অস্কারের সংক্ষিপ্ত তালিকায় থাকবে বিভিন্ন দেশের ১৫টি ছবি। আগামী ২১ ডিসেম্বর প্রকাশ হবে সেটি। সেখান থেকে চূড়ান্ত মনোনয়ন পাবে পাঁচটি ছবি। ২০২২ সালের ৮ ফেব্রুয়ারি সেগুলোর নাম জানা যাবে।

২০২২ সালের ২৭ মার্চ একাডেমি অব মোশন পিকচার আর্টস অ্যান্ড সায়েন্সেস আয়োজিত ৯৪তম অস্কারের আসর বসবে যুক্তরাষ্ট্রের লস অ্যাঞ্জেলেসে।

অস্কারে জমা পড়া কানের ছবিগুলো–

গ্রেট ফ্রিডমঅস্ট্রিয়া
গ্রেট ফ্রিডম (সেবাস্তিয়ান মাইজ)
আঁ সার্তে রিগা, জুরি প্রাইজ

ল্যাম্বআইসল্যান্ড
ল্যাম্ব (ভালদিমির ইওহানসন)
আঁ সার্তে রিগা, প্রাইজ ফর অরিজিনালিটি

অ্যা হিরোইরান
অ্যা হিরো (আসগর ফারহাদি)
মূল প্রতিযোগিতা বিভাগ, গ্রাঁ প্রিঁ জয়ী

লেট ইট বি মর্নিংইসরায়েল
লেট ইট বি মর্নিং (এরান কোলিরিন)
আঁ সার্তে রিগা
 
মেমোরিয়াকলম্বিয়া
মেমোরিয়া (অ্যাপিচ্যাটপঙ বিরাসেতাকুল)
মূল প্রতিযোগিতা বিভাগ, জুরি প্রাইজ

ড্রাইভ মাই কারজাপান
ড্রাইভ মাই কার (রাইয়ুসুকি হামাগুচি)
মূল প্রতিযোগিতা বিভাগ, সেরা চিত্রনাট্য পুরস্কার জয়ী

দ্য ওর্স্ট পারসন ইন দ্য ওয়ার্ল্ডনরওয়ে
দ্য ওর্স্ট পারসন ইন দ্য ওয়ার্ল্ড (জোয়াকিম ট্রিয়ার)
মূল প্রতিযোগিতা বিভাগ, সেরা অভিনেত্রীর পুরস্কার জয়ী

কমিটমেন্ট হাসানতুরস্ক
কমিটমেন্ট হাসান (সেমি কাপ্লানগলু)
আঁ সার্তে রিগা

কম্পার্টমেন্ট নম্বর সিক্সফিনল্যান্ড
কম্পার্টমেন্ট নম্বর সিক্স (জুহো কুয়োসমানেন)
মূল প্রতিযোগিতা বিভাগ, গ্রাঁ প্রিঁ জয়ী
 
তিতানফ্রান্স
তিতান (জুলিয়া দুকুরনো)
মূল প্রতিযোগিতা বিভাগ, পাম দ’র জয়ী

রেহানা মরিয়ম নূরবাংলাদেশ
রেহানা মরিয়ম নূর (আবদুল্লাহ মোহাম্মদ সাদ)
আঁ সার্তে রিগা

প্লেগ্রাউন্ডবেলজিয়াম
প্লেগ্রাউন্ড (লরা বান্দেল)
আঁ সার্তে রিগা

ক্যাসাব্ল্যাঙ্কা বিটসমরক্কো
ক্যাসাব্ল্যাঙ্কা বিটস (নাবিল আয়ুশ)
মূল প্রতিযোগিতা বিভাগ

প্রেয়ারস ফর দ্য স্টোলেনমেক্সিকো
প্রেয়ারস ফর দ্য স্টোলেন (তাতিয়ানা হুয়েসো)
আঁ সার্তে রিগা, স্পেশাল মেনশন পুরস্কার জয়ী

আনক্লেনচিং দ্য ফিস্টসরাশিয়া
আনক্লেনচিং দ্য ফিস্টস (কিরা কোভালেঙ্কা)
আঁ সার্তে রিগা বিভাগের সেরা চলচ্চিত্র পুরস্কার বিজয়ী