সাকিবদের শুভ কামনায় মিরপুরের মাঠে সৃজিত-মিথিলা

কলকাতার প্রশংসিত নির্মাতা সৃজিত মুখার্জির আরও একটি পরিচয়—তিনি বাংলাদেশের জামাই। এই পরিচালক এসেছেন শ্বশুরবাড়ি অর্থাৎ ঢাকায়। আর এসেই ঢুঁ মারলেন মাঠে।

আজ (৮ ডিসেম্বর) মিরপুর স্টেডিয়ামে চলা বাংলাদেশ ও পাকিস্তানের টেস্ট ম্যাচ দেখতে হাজির হয়েছেন তিনি। জানা যায়, একজন ক্রিকেটপ্রেমী হিসেবে মাঠে গিয়েছেন এই নির্মাতা। সঙ্গে আছেন তার স্ত্রী রাফিয়াত রশিদ মিথিলা।

গ্যালারি থেকেই প্রশংসা করলেন বিশ্বসেরা অলরাউন্ডার সাকিব আল হাসানের। ছবি পোস্ট করে ফেসবুকে লেখেন, ‌‘সাকিব- আমাদের সময়ের গ্রেটেস্ট অলরাউন্ডারদের একজন।’

এবারের বিয়ে বার্ষিকীতে সৃজিত। সঙ্গে মিথিলা ও তার মেয়ে আয়রা

স্মৃতিচারণ করেন ১৪ বছর আগের একটি ঘটনাও। বলেন, ‘মিরপুরে এই মুহূর্তে লড়াইয়ের অগ্রভাবে আছেন বাবর আজম, সাজিদ খান, শাহীন শাহ আফ্রিদি, মো. রিজওয়ান, হাসান আলী, সাকিব আল হাসান ও মুশফিকুর রহিম। ১৪ বছর আগে এই দিনেই চিন্নাস্বামীর (ভারতের) মাঠে আমি পাকিস্তানকে শেষবার টেস্ট ম্যাচ খেলতে দেখেছিলাম। যেখানে দুজন ম্যাচটিকে আলোকিত করেছিলেন। তারা হলেন সৌরভ গাঙ্গুলী ও যুবরাজ সিং।’

মূলত সৌরভ গাঙ্গুলী ও যুবরাজ সিংয়ের প্রসঙ্গ এনে পরোক্ষ উক্তিতে ভালোর খেলার শুভাশিস জানাচ্ছেন সাকিব ও মুশফিককে। বর্তমানে তারা দুজনই বিপর্যস্ত ইনিংসের হাল ধরে আছেন।

অন্যদিকে, আরও একটি টুইটে সৃজিত প্রশংসা করেছেন পাকিস্তানি শাহীন আফ্রিদিরও। 

উল্লেখ্য, গত ৬ ডিসেম্বর ছিল সৃজিত ও মিথিলার দ্বিতীয় বিয়েবার্ষিকী। এ উপলক্ষেই ঢাকায় এসেছেন তারা। শ্বশুরবাড়ির নানা আতিথেয়তার মাঝেই খেলার মাঠে হাজির হয়েছেন এই নির্মাতা।