বাংলাদেশের সুবর্ণজয়ন্তী নিয়ে কঙ্গনার বিতর্কিত পোস্ট

জাতি, ধর্ম, বর্ণ নিয়ে বরাবরই বিতর্কিত মন্তব্য করে নেট দুনিয়ায় আলোচনায় থাকেন বলিউড নায়িকা কঙ্গনা রনৌত। এবার সেটি করলেন বাংলাদেশের মহান মুক্তিযুদ্ধ ও স্বাধীনতার সুবর্ণজয়ন্তীকে ঘিরে। 

বৃহস্পতিবার (১৬ ডিসেম্বর) দুপুরে তার ভেরিফায়েড ফেসবুক পেজ এবং ইনস্টাগ্রাম স্টোরিতে ভারতীয় আর্মিদের সঙ্গে দুটি ছবি শেয়ার করে ১৯৭১ সালের ১৬ ডিসেম্বরকে ‘পাকিস্তানের বিরুদ্ধে ভারতের বিজয়’ এবং ২০২১ সাল ভারতের বিজয়ের সুবর্ণজয়ন্তী পালন করছে বলে উল্লেখ করেন!

কঙ্গনা লেখেন, ‘ইন্ডিয়ান আর্মড ফোর্সের সাহসিকতা ও আত্মত্যাগের প্রতি স্যালুট।’ হ্যাসট্যাগে লিখেছেন- বিজয় দিবস, সোনালি বিজয়, অমৃত মহাউৎসব।

কঙ্গনার এমন বিতর্কিত পোস্টের বিপরীতে যখন নেটদুনিয়া কাঁপছিল ঠিক তখনই (১৬ ডিসেম্বর) ভারতের রাষ্ট্রপতি ঢাকায় সুবর্ণজয়ন্তীর নানা আনুষ্ঠানিকতায় অংশ নিচ্ছিলেন।

বলিউড কঙ্গনার এমন পোস্টের বিপরীতে ক্ষুব্ধ প্রতিক্রিয়া আসছে ঢালিউড থেকেও। এরমধ্যে বেশ ক’জন চলচ্চিত্র নায়ক-নায়িকা কঙ্গনার পোস্টের নিচে গিয়ে প্রতিবাদ জানিয়েছেন। যদিও কোনোটিরই প্রত্যুত্তর জানাননি কঙ্গনা।