মীনা কার্টুনের সেই শীর্ষ সংগীতে ইমরান-পড়শী

মীনা কার্টুন যতটা সমাদৃত ততধিক জনপ্রিয় এর শীর্ষ সংগীত ‘আমি বাবা মায়ের শত আদরের মেয়ে’। আর সেই গানটির পুরনো কণ্ঠে এবার বদল আসছে। নতুন সংগীতায়োজনে এবার তাতে কণ্ঠ দিয়েছেন পড়শী।

বিষয়টি নিশ্চিত করেছেন পড়শী ও ইউনিসেফ বাংলাদেশ কর্তৃপক্ষ।

গানটির নতুন সংগীতায়োজন করেছেন ইমরান মাহমুদুল। সংগীতায়োজন ও কণ্ঠে পরিবর্তন এলেও গানটির কথা ও সুরে কোনও পরিবর্তন করা হয়নি।

পড়শী বলেন, ‘আমিও ছোটবেলা থেকে গানটির ভীষণ ভক্ত। অনেক সময় গানটি গুন গুন করে গেয়েছি। এবার সেটি আমার কণ্ঠে তুললাম। এটা আমার জন্য আনন্দ ও গর্বের।’

মীনা কার্টুনের জন্য নব্বই দশকে এই গানটি লিখেছিলেন ফারুক কায়সার ও আরশাদ মাহমুদ। এতে কণ্ঠ দিয়েছিলেন টিনা সানি ও সুষমা শ্রেষ্ঠা। জনপ্রিয়তার কারণে গানটি বিভিন্ন ভাষায় অনুবাদও হয়।

পড়শী জানান, ২০ ডিসেম্বর ‘মীনা মিডিয়া অ্যাওয়ার্ডস ২০২১’-এর অনলাইন অনুষ্ঠানে গানটি উন্মুক্ত করা হবে। ইউনিসেফ বাংলাদেশ এবং পড়শীর অফিসিয়াল ফেসবুক পেজে এবং ইউটিউব চ্যানেলে এটি আপলোড করা হবে।