ব্যাংককে জেলের ভূমিকায় কণ্ঠশিল্পী মনির খান (ভিডিও)

নদীতে জাল নিক্ষেপ করে মাছ ধরাও যে একটা শিল্প, সেটিই আবার প্রমাণ করলেন জনপ্রিয় কণ্ঠশিল্পী মনির খান। 

বাংলাদেশের কপোতাক্ষ নদ অববাহিকায় বেড়ে ওঠা এই শিল্পী এবার জেলের ভূমিকায় অবতীর্ণ হয়ে নেটিজেনদের চমকে দিলেন। তাও দেশে নয়, দূর ব্যাংককের গালফ অব থাইল্যান্ডে তিনি জাল ফেলে ধরলেন মাছ। 

যার একটি ভিডিও নিজের ভেরিফায়েড ফেসবুক পেজে শেয়ার করেছেন সম্প্রতি (২২ ডিসেম্বর)। যেখানে বেশিরভাগ ভক্তের মন্তব্য এমন, ‘আপনার গান যেমন অসাধারণ, নদীতে জাল ফেলাটা আরও অসাধারণ।’

এদিকে পরবাসে এমন অভিজ্ঞতা প্রসঙ্গে মনির খানের ভাষ্য এমন, ‘আমি শুধু শিল্পী নই, তারই ছোট্ট প্রমাণ এটি। গত ১৬ ডিসেম্বর ব্যাংককে একটি শো ছিল আমার। শো শেষ করে এখানে ঘুরে বেড়াচ্ছিলাম। এরমধ্যে গীতিকার লিটন শিকদার ভাই বললেন, গালফ অব থাইল্যান্ডে বিকাল ৩টা থেকে সন্ধ্যা নাগাদ প্রচুর মাছ পাওয়া যায়। এ কারণে শখের বশে জাল নিয়ে বের হই আমরা।’

স্মৃতিকাতর এই শিল্পী বলেন, ‘আমার গ্রামের বাড়ি কপোতাক্ষ নদের পাশে। ছোটবেলায় শখের বশে মাঝে মাঝে ঝাঁকি জাল দিয়ে মাছ ধরতাম। বৃষ্টি হলে মাছ ধরার যে আনন্দ তা মুখে বলে বোঝানো সম্ভব নয়। গ্রাম থেকে ঢাকায় চলে আসার পর সেই দিনগুলো হারিয়ে যেতে থাকে। যা এখন কেবলই স্মৃতি।’