আসিফ ইকবালের গীতিকবিতায় ৫০ কণ্ঠশিল্পী ও আসাদুজ্জামান নূর

আসিফ ইকবালের গীতিকবিতা আবৃত্তিকার হিসেবে কণ্ঠে তুলে নিলেন কিংবদন্তি নাট্যজন আসাদুজ্জামান নূর এমপি। একই কথায় সুর মেলালেন দেশের বিভিন্ন প্রজন্মের ৫০ জন শিল্পী। 

এভাবেই তৈরি হলো বিশেষ গান ‘সুবর্ণ ৫০’। স্বাধীনতার সুবর্ণজয়ন্তীকে মাথায় রেখে বাংলাদেশ টেলিভিশনের (বিটিভি) ৫৮তম জন্মদিনে (২৫ ডিসেম্বর) গানচিত্রটি উন্মুক্ত হলো।  

আসিফ ইকবালের কথায় গানটির সুর ও সংগীতায়োজন করেছেন নকীব খান। আর এতে কণ্ঠ দিয়েছেন সৈয়দ আব্দুল হাদী, শাহীন সামাদ, রফিকুল আলম, লিনু বিল্লাহ, সুজিত মুস্তাফা, কাদেরী কিবরিয়া, তিমির নন্দী, বুলবুল ইসলাম, আবিদা সুলতানা, কিরণ চন্দ্র রায়, রেজওয়ানা চৌধুরী বন্যা, ফাহমিদা নবী, সামিনা চৌধুরী, ইয়াসমিন মুশতারি, ইফফাত আরা নার্গিস, চন্দনা মজুমদার, অদিতি মহসিন, সন্দীপন, বাপ্পা মজুমদার, হোমায়রা বশির, অণিমা রায়, অলক সেন, প্রিয়াংকা গোপ, হৈমন্তী, কোনাল, ইউসুফ, অপু, মেহরাব, সাব্বির, নওরীন, রাশেদ, রন্টি, ঝিলিক, শাওন গানওয়ালা, নন্দিতা, ঋতুরাজ, সুমনা, ঐশী, মৌমিতা, আনিসা, অনন্যা, প্রিয়াংকা বিশ্বাস, শিল্পী, অংকন, তরিক মৃধা, তৃষা, জায়ান, ঈশিকা, রিয়েল প্রমুখ।শুটিংয়ে ভিডিও নির্মাতা মাহবুবা ফেরদৌস

গানটির শুরু হয় আসাদুজ্জামান নূরের দরাজ কণ্ঠের আবৃত্তি দিয়ে।

গীতিকবি আসিফ ইকবাল বলেন, ‘স্বাধীনতার সুবর্ণজয়ন্তীতে এসে বিটিভির প্রতিষ্ঠাবার্ষিকীর জন্য এই কাজটি করার পেছনে আমার ব্যক্তিগত একটা উৎসাহ ছিলো। কারণ আমার আব্বা মরহুম ডাঃ বি এম ফয়েজুর রহমান মুক্তিযুদ্ধের একজন সংগঠক ছিলেন। ১ নম্বর সেক্টরের ডেপুটি কমান্ডার এবং হরিণা ক্যাম্পের প্রধান ছিলেন তিনি। তাই দেশ ও মুক্তিযুদ্ধ নিয়ে আমার ভেতরে আলাদা একটা ফিলিংস কাজ করে সবসময়। আমি বলবো, সেই অনুভূতি থেকেই এই গানের জন্ম।’

সুরকার নকীব খান ও গীতিকবি আসিফ ইকবালগানটি প্রসঙ্গে গীতিকবি সংঘের অন্যতম এই সাধারণ সম্পাদক স্মৃতিকাতর হয়ে আরও বলেন, ‘স্বাধীনতা অর্জনের পর বঙ্গবন্ধু যখন আমার জন্মস্থান চট্টগ্রামের পটিয়ায় প্রথম আসেন, তখন আমি তাঁকে হাতে ফুলের তোড়া দিয়ে বরণ করার সৌভাগ্য অর্জন করি। মনে পড়ে, বঙ্গবন্ধু সেদিন আমাকে কোলে তুলে নেন। তো এই স্মৃতিগুলোই বার বার কাজ করছিলো গানটি লেখার সময়। শুধু লেখা নয়, পুরো প্রজেক্টের পরিকল্পনাও আমার করা। আমি ভাগ্যবান, দেশের ৫০ জন কণ্ঠশিল্পীর সঙ্গে আসাদুজ্জামান নূর ভাইয়ের মতো মানুষকেও পেয়েছি। সবাই প্রচণ্ড ভালোবাসা নিয়েই কাজটি করেছেন। এরজন্য আমি প্রতিটি মানুষের কাছে কৃতজ্ঞ।’

‘সুবর্ণ ৫০’ গানটির অডিও তৈরির পর একসঙ্গে ৫০ জন শিল্পীকে নিয়ে জাতীয় সংসদ ভবনের সামনে এর ভিডিও নির্মাণ করা হয়। আর কঠিন এই কাজটি করেছেন বিটিভির অনুষ্ঠান নির্বাহী মাহবুবা ফেরদৌস।

শনিবার (২৫ ডিসেম্বর) থেকে ‘সুবর্ণ ৫০’ গানটি প্রচার শুরু হলো বিটিভি ও বিটিভি ওয়ার্ল্ড-এ।শুটিংয়ের ফাঁকে এই প্রজন্মের শিল্পীদের কয়েকজন