কেএমআর মঞ্জুর আর নেই

কেএমআর মঞ্জুরজাতীয় চলচ্চিত্র পুরস্কারপ্রাপ্ত বিশিষ্ট প্রযোজক ও বাংলাদেশ চলচ্চিত্র প্রযোজক-পরিবেশক সমিতির সাবেক সভাপতি কেএমআর মঞ্জুর আর নেই (ইন্নালিল্লাহে…রাজিউন)। শনিবার দিবাগত রাত আনুমানিক সাড়ে ৩টায় রাজধানীর ইউনাইটেড হাসপাতালে চিকিৎসাধীন অবস্থায় মারা গেছেন।
পারিবারিক সূত্র জানায়, এক সপ্তাহ ধরে বুকের ব্যথা ও কফ জমার কারণে হাসপাতালে ভর্তি ছিলেন কেএমআর মঞ্জুর।  
প্রসঙ্গত, প্রযোজনার পাশাপাশি মুক্তিযুদ্ধ ও জীবনধর্মী চলচ্চিত্র নির্মাণেও রয়েছে তার অবদান। এ তালিকায় উল্লেখযোগ্য ‘দাঙ্গা’, ‘সিপাহী’, ‘আমার প্রেম আমার অহংকার’ প্রভৃতি।
বাংলাদেশ চলচ্চিত্র প্রযোজক-পরিবেশক সমিতির মহাসচিব ও সভাপতি এবং বাংলাদেশ চলচ্চিত্র প্রদর্শক সমিতির দায়িত্ব পালন করেন কেএমআর মঞ্জুর। এ ছাড়া তিনি ছিলেন বাংলাদেশ ফিল্ম ক্লাবের তিনবারের সফল সভাপতি। ঢাকার অভিজাত প্রেক্ষাগৃহ অভিসার, নেপচুন, আগমন ও অতিথি’র স্বত্ত্বাধিকারী ছিলেন তিনি।
/এমএম/