উদ্বোধনের আগেই বন্ধ হলো কলকাতা চলচ্চিত্র উৎসব

করোনা আবহে বাতিল হয়ে গেল কলকাতা আন্তর্জাতিক চলচ্চিত্র উৎসব। ভারতজুড়ে গত ২৪ ঘণ্টায় আক্রান্ত হয়েছে প্রায় ৬০ হাজার মানুষ। এছাড়াও ভাইরাসটি শনাক্ত হয়েছে আয়োজক কমিটির অন্যতম দুই সদস্য পরমব্রত চট্টোপাধ্যায় ও রাজ চক্রবর্তী। 

সব মিলিয়ে স্থগিত করা হলো আলোচিত এই উৎসবের আয়োজন।

এদিকে গতকাল (৪ জানুয়ারি) জানানো হয়েছিল, আগামী ৭ জানুয়ারি বিকালে ভারতের পশ্চিমবঙ্গের নবান্ন সভাঘর থেকে এই উৎসবের উদ্বোধন করবেন রাজ্যের মুখ্যমন্ত্রী মমতা ব্যানার্জি। উৎসব চলবে ১৪ জানুয়ারি পর্যন্ত।

জানা যায়, গতকাল কলকাতার নন্দনে হয় উৎসবের সংবাদ সম্মেলনটি। যেখানে অংশ নেওয়া পরমব্রত নিজেই ছিলেন করোনাক্রান্ত। তবে তিনি সেটা জানতেন না। গত ২ জানুয়ারি তার টেস্টটি করা হয়েছিল। যার ফল আসে ৫ জানুয়ারি। সম্মেলনে পরমের সঙ্গে উপস্থিত ছিলেন পরিচালক অরিন্দম শীল, হরনাথ চক্রবর্তী, অভিনেত্রী সায়ন্তিকা বন্দ্যোপাধ্যায় ও অনন্যা চক্রবর্তীসহ অনেকে। তাদেরও করোনা টেস্ট করতে বলা হয়েছে।

সূত্র: আনন্দবাজার