মার্চে মঞ্চে উঠছে ‘ডেথ অব আ সেলসম্যান’

মধ্যবিত্তের মৃত্যু, বিশ্ব অর্থনীতিটাই যেন ভোগের, কোম্পানিগুলো শ্রমিকদের রক্ত-মাংস থেকে মন ও মনন পর্যন্ত শুষে খাবে, অতঃপর পরিত্যক্ত ছোবড়া ত্যাগ করে তাকাবে নতুন শ্রম বাজারের দিকে। 

এরকমই এক স্বপ্ন ভাঙার গল্প নিয়ে তৈরি আর্থার মিলারের ‘ডেথ অব আ সেলসম্যান’ নাটকটি। নাটকটি ফতেহ লোহানীর অনুবাদে নির্দেশনা দিচ্ছেন আশিকুর রহমান লিয়ন, সহকারী নির্দেশক হিসেবে আছেন ধীমান চন্দ্র বর্মণ। 

থিয়েটারিয়ানের একঝাঁক তরুণ নাট্যকর্মী নাটকটি মঞ্চে নিয়ে আসছেন। দুই মাস ধরে এটির রিহার্সাল চলছে। 

আশিকুর রহমান লিয়ন জানান, আসছে মার্চ মাসে এই নাটকটি নিয়ে মঞ্চ আলোকিত করার পরিকল্পনা করছেন তিনি।