তিন চরিত্রে জাহিদ হাসান ও নাদিয়া আহমেদ!

প্রতিটি মানুষের মধ্যে ভালো ও মন্দ দুটি দিক থাকে। ভালো দিক এগিয়ে নিয়ে যায়, মন্দটা পিছিয়ে দেয়। হাস্যরসপূর্ণ বিচিত্র ঘটনাপ্রবাহের মধ্য দিয়ে তারই প্রতিফলন দেখা যাবে ‘অদল বদল’ ধারাবাহিকে।

যার অন্যতম তিনটি চরিত্রে অভিনয় করেছেন জাহিদ হাসান ও নাদিয়া আহমেদ! এরমধ্যে একাই দুটি চরিত্রে অভিনয় করেছেন জাহিদ হাসান!  

১৬ জানুয়ারি থেকে শুক্র-শনি ছাড়া সপ্তাহের অন্যদিন রাত ৯টায় মাছরাঙা টেলিভিশনে এটি প্রচার হবে। শফিকুর রহমান শান্তনুর রচনায় ধারাবাহিকটি পরিচালনা করেছেন সোহেল রানা ইমন। আরও অভিনয় করেছেন ফারহানা মিলি, নীলাঞ্জনা নীলা, ডা. এজাজ, তারিক স্বপন, আমিন আজাদ, মাহমুদুল ইসলাম মিঠু, আইরিন তানি, নীলা ইসলাম প্রমুখ।

নাটকটির প্রেক্ষাপট প্রসঙ্গে জাহিদ হাসান জানান, সুমন একটি প্রাইভেট কোম্পানিতে চাকরি করে। ছাপোষা মানুষ। কিন্তু তাকে নিয়ন্ত্রণ করে দু’জন মানুষ। দ’জনকেই সে খুব ভয় পায়। একজন তার অফিসের বস। এই বস লোকটি খুবই চালাক ও লোভী প্রকৃতির। সবসময় সুমনের ভুল ধরে আর বকাবকি করে। আরেকজন হলো সুমনের স্ত্রী নীলা। নীলা বদমেজাজি স্বভাবের। সেও সুমনকে দৌড়ের ওপর রাখে। অন্যদিকে, গ্রামের যুবক হাসেম হচ্ছে সুমনের ঠিক বিপরীত চরিত্রের অধিকারী। খুব শান্ত ভঙ্গিতে সে গ্রামের মানুষের মধ্যে বড় ধরণের গোলমাল বাধিয়ে ফেলতে পারে। এক পর্যায়ে গ্রামবাসী অতিষ্ঠ হয়ে ঠিক করে, তাকে গ্রাম থেকে বিতাড়িত করবে। অদ্ভুত ব্যাপার হচ্ছে, এই সুমন ও হাসেম দুজন ভিন্ন মানুষ হলেও তাদের চেহারা অবিকল এক! অথচ তারা কেউ কাউকে চেনে না।

জাহিদ হাসান ও নাদিয়া আহমেদএই সুমন ও হাসেম চরিত্রে অভিনয় করেছেন জাহিদ হাসান একাই। তিনি বলেন, ‘ধারাবাহিক নাটকের গল্প ঠিকঠাক না থাকলে দর্শক ধরে রাখা যায় না। সময়োপযোগী একটি গল্প নিয়ে এ নাটকটি তৈরি হচ্ছে। নাট্যকার শান্তনু ভালো গল্প লিখেন। এ ছাড়া পরিচালক ইমনও বেশ আন্তরিকতা দিয়ে নাটকটি পরিচালনা করছেন। আশা করছি এটি দর্শকের ভালো লাগবে।’