ভারতীয় অধ্যাপিকাকে সাহায্য করায় উপহার পাঠালেন শাহরুখ

চলতি বছরের শুরুর ঠিক আগের মুহূর্তে সোশাল মিডিয়ায় ভাইরাল হয়েছিল শাহরুখ খানকে নিয়ে ভারতীয় এক অধ্যাপিকার টুইট।

সেখানে তিনি মিসরীয় ট্রাভেল এজেন্টের প্রতি কৃতজ্ঞতা জানানোর পাশাপাশি কিং খানের প্রতি ভালোবাসার কথাও তুলে ধরেছিলেন। 

অশ্বিনী দেশপাণ্ডে নামের সেই অধ্যাপিকা জানান, মিসরের এক ট্রাভেল এজেন্টকে টাকা পাঠাতে গিয়ে সমস্যায় পড়েন তিনি। ছিল না পর্যাপ্ত অর্থ। তবে কেবল শাহরুখ খানের দেশের লোক বলে কোনোরকম টাকা না পেয়েও অশ্বিনী দেবীর সমস্ত বুকিং নিজের টাকায় সেরেছিলেন ওই ট্রাভেল এজেন্ট। কারণ, তিনি শাহরুখ খানের ‘জাবরা ফ্যান’। সেই ঘটনার কথা ভাইরাল হওয়ার পরেই ‘ধন্য ধন্য বর’ ওঠে শাহরুখকে নিয়ে। 

তবে গল্পের এখানেই শেষ নয়। এবার এই কাহিনির দ্বিতীয় পর্ব প্রকাশ্যে আনলেন অশ্বিনী দেশপাণ্ডে। জানালেন, এবারের গল্পের নায়ক শাহরুখ খান নিজেই। নিজের জাবরা ফ্যানের জন্য একটি অটোগ্রাফ করা ছবি এবং হাতে লেখা চিঠি পাঠিয়েছেন তিনি। পাশাপাশি ওই ট্রাভেল এজেন্টের মেয়ের জন্যও ছবিতে অটোগ্রাফ দিয়েছেন শাহরুখ, বাদ পড়েননি ওই প্রফেসরের মেয়েও।  

৩১ ডিসেম্বর প্রথম টুইট ভাইরাল হতেই সোশাল মিডিয়ায় প্রশংসা কুড়িয়েছিলেন ওই মিসরীয় ট্রাভেল এজেন্ট, আর এই কৃতজ্ঞতার কথা সবার সামনে আনায় আলোচনার শীর্ষে উঠে আসেন অশ্বিনী দেশপাণ্ডেও। এরপর ১০ জানুয়ারি মিসরে পৌঁছানোর পর ওই ট্রাভেল এজেন্টের সঙ্গে সাক্ষাতে একসঙ্গে ছবি তুলে টুইটারেই ফের একটি আবদার করেছিলেন অধ্যাপিকা। 

শাহরুখের প্রযোজনা সংস্থা রেড চিলিস এন্টারটেইনমেন্টকে ট্যাগ করে তিনি নায়কের একটি অটোগ্রাফ করা ছবি চেয়ে পাঠিয়েছিলেন।

ব্যস, অমনি খুলে যায় ‘বলিউড বাদশাহ’র দুয়ার। অশ্বিনী দেবীর মারফত ওই মিসরীয় ভক্তকে শাহরুখ পাঠিয়ে দেন নিজের ছবিতে অটোগ্রাফ করে। শুধু তা-ই নয়, নিজের হাতে লেখা একটি চিঠিও পাঠান তিনি। সেখানে লেখা রয়েছে, ‘ধন্যবাদ আপনাকে আমার সহ-নাগরিকের প্রতি সাহায্যের হাত বাড়িয়ে দেওয়ার জন্য। আপনার এই দয়ালু ব্যবহারে সবাই মুগ্ধ। আপনার মতো বড়মাপের মানুষ যেন সর্বত্র থাকে, এটাই প্রার্থনা’।

সূত্র: হিন্দুস্তান টাইমস