চলচ্চিত্র শিল্পী সমিতি নির্বাচন ২০২২

জায়েদ খানকে কাঞ্চন: তুমি বিয়ে করো, আমরা চাচা হই, তোমার বোধোদয় হোক

কাঞ্চন-নিপুণ প্যানেলের পরিচিতি সভাশিল্পী সমিতির ব্যস্ততার কারণে এখনও বিয়েই করতে পারেননি জায়েদ খান, দুদিন (২৩ জানুয়ারি) আগে ঘটা করে এমনটাই দাবি করলেন আসন্ন নির্বাচনে সাধারণ সম্পাদক প্রার্থী জায়েদ খান। তার এমন আক্ষেপের জবাবে আজ (২৫ জানুয়ারি) একইভাবে পাল্টা অনুরোধ করেন বিপরীত প্যানেলের সভাপতি প্রার্থী ইলিয়াস কাঞ্চন।  

তিনি জায়েদ খানকে উদ্দেশ করে বলেন, ‘ছোট ভাই তোমাকে অনুরোধ করছি, শিল্পী সমিতি তো আছেই; তারপরেও তুমি বিয়ে করো। তোমার সন্তান হোক। আমরা চাচা হই। তোমার বোধোদয় হোক। তুমি খালাম্মার কথা শোনো নাই, অন্তত আমাদের কথাটি শোনো। তোমার মঙ্গল হোক।’

এর আগে ২৩ জানুয়ারি জায়েদ খান তার শিল্পী সমিতি নির্বাচনে প্যানেল পরিচিতি অনুষ্ঠানে বলেছিলেন, ‘মা মারা যাওয়ার আগে বলেছিলেন, তোমার বিয়ে-শাদি করা লাগবে না, সমিতি নিয়েই থাকো। কিন্তু আমি মায়ের কথা না শুনে শিল্পী সমিতি ও সংগঠন নিয়েই ছিলাম।’

মূলত জায়েদ খানের এই কথার পরিপ্রেক্ষিতে মঙ্গলবার দুপুরে ইলিয়াস কাঞ্চন তার প্যানেল পরিচিতি অনুষ্ঠানে জায়েদ খানকে দ্রুত বিয়ে করার পরামর্শ দিলেন।

মিশা-জায়েদ প্যানেলের পরিচিতি সভাবাংলাদেশ চলচ্চিত্র শিল্পী সমিতির ১৭তম নির্বাচন অনুষ্ঠিত হচ্ছে ২৮ জানুয়ারি। এবার নির্বাচন কমিশনারের দায়িত্ব পালন করছেন পীরজাদা হারুন। দুজন সদস্য হলেন বি এইচ নিশান ও জাহিদ হোসেন। আপিল বোর্ডের চেয়ারম্যান করা হয়েছে সোহানুর রহমান সোহানকে। আপিল বোর্ডের সদস্য করা হয়েছে মোহাম্মদ হোসেন জেমী ও মোহাম্মদ হোসেনকে। 

এবারের নির্বাচনে দুটি প্যানেলে প্রতিদ্বন্দ্বিতা করছেন—মিশা সওদাগর-জায়েদ খান এবং ইলিয়াস কাঞ্চন-নিপুণ।