চলচ্চিত্র শিল্পী সমিতি নির্বাচন ২০২২

অবশেষে এফডিসি উন্মুক্ত

রাত পোহালেই (২৮ জানুয়ারি) বাংলাদেশ চলচ্চিত্র শিল্পী সমিতির দ্বিবার্ষিক (২০২২-২০২৪) নির্বাচন। আর এ কারণে চলচ্চিত্র সংশ্লিষ্ট ১৭টি সংগঠনের সদস্যদের প্রবেশ নিষিদ্ধ করেছে বাংলাদেশ চলচ্চিত্র উন্নয়ন কর্পোরেশন (বিএফডিসি)।

বৃহস্পতিবার (২৭ জানুয়ারি) এই নিষেধাজ্ঞা জারি করেন প্রতিষ্ঠানটির ব্যবস্থাপনা পরিচালক নুজহাত ইয়াসমিন ও নির্বাচন কমিশনার পীরজাদা হারুন।

দুজনেই জানান, ওপর মহলের নির্দেশে এটা করা হয়েছে!

এফডিসির ইতিহাসে প্রথমবার এমন সিদ্ধান্ত হলো বলে জানান সিনেমা সংশ্লিষ্টরা। বিস্ময় ও ক্ষোভ প্রকাশ করেন ১৭ সংগঠনের নেতা ও সদস্যরা। ক্ষোভ প্রকাশ করে পরিচালক সমিতির মহাসচিব শাহীন সুমন জানান, ‌‘আমরা এই নিষেধাজ্ঞা মানব না। আগামীকাল (শুক্রবার) আমরা সবাই প্রবেশ করবো। দেখি এফডিসিতে প্রবেশে কে বাধা দেয়। না হলে আমরা গেটের সামনে অবস্থান করবো।’

এমন প্রতিক্রিয়ার রেশ ধরে বৃহস্পতিবার (২৭ জানুয়ারি) দিবাগত মধ্যরাতে বিএফডিসিকে উন্মুক্ত রাখার সিদ্ধান্ত হয়।

পরিচালক সমিতির অন্যতম নেতা এসএ হক অলিক ২৮ জানুয়ারি প্রথম প্রহর রাত সাড়ে ১২টার দিকে জানান, অবশেষে বাংলাদেশ চলচ্চিত্র শিল্পী সমিতির নির্বাচন সকলের অংশগ্রহণে উৎসবমুখর হচ্ছে। কিছুক্ষণ আগে স্বরাষ্ট্রমন্ত্রীর নির্দেশে বিএফডিসি কর্তৃপক্ষ সকল সংগঠনের সদস্যদের প্রবেশাধিকার নিশ্চিত করেছে।

অলিক মনে করেন, এটা সম্ভব হয়েছে পরিচালক, প্রযোজকদের প্রতিবাদ এবং কাঞ্চন-নিপুণ পরিষদের আন্তরিক প্রচেষ্টায়।

এবারের নির্বাচনে অন্য পরিষদে রয়েছেন মিশা সওদাগর ও জায়েদ খান।