লেবানিজ-আমেরিকান পর্ন তারকা মিয়া খলিফা মারা গেলেন? অন্তত তার ফেসবুক প্রোফাইল বলছে ‘হ্যাঁ’। তবে, কবে কখন কীভাবে মারা গেলেন এই পর্ন তারকা সেটি জানায়নি ফেসবুক!
শনিবার (২৯ জানুয়ারি) থেকে মিয়া খলিফার ভেরিফায়েড ফেসবুক পেজটি রিমেম্বারিং হয়ে আছে। যেটা সাধারণত মৃত মানুষের ক্ষেত্রেই ঘটে। এবং একই অবস্থায় রয়েছে এখনও (২ ফেব্রুয়ারি)।
মিয়ার অফিসিয়াল ফেসবুক পেজে প্রায় ৪২ লাখ ফলোয়ার। শনিবার আচমকা তার প্রোফাইলটি মেমোরিয়াল পেজে পরিণত হয়। তাতে লেখা ছিল, ‘রিমেম্বারিং মিয়া খলিফা।’ প্রোফাইল বিবরণে আরও লেখা ছিল, ‘যারা মিয়াকে ভালোবাসতেন তারা এই প্রোফাইলটি পরিদর্শন করে সান্ত্বনা পাবেন এবং মিয়াকে স্মৃতিতে মনে রাখবেন।’
এদিকে এমন ঘটনায় মিয়ার ভক্তরা বিস্মিত ও শোকাহত হয়েছিলেন। তবে তারা খানিক স্বস্তি ফিরে পায় মিয়ার করা একটি টুইটের সূত্র ধরে। টুইটারে তিনি একটি মিম শেয়ার করেন। মিমটিতে লেখা ছিল, ‘আমি এখনও বেঁচে আছি। এখনও সুস্থ আছি।’
— Mia K. (@miakhalifa) January 30, 2022
মিয়ার ভোগান্তি এখানেই শেষ নয়। তার ফেসবুক প্রোফাইলের সব ছবি ও ভিডিও মুছে গেছে। এই ঘটনা সম্পর্কে মিয়ার পক্ষ থেকে এখন পর্যন্ত কোনও ব্যাখ্যা পাওয়া যায়নি।
সম্প্রতি ঢাকার বেশ ক’জন তারকার ফেসবুক প্রোফাইলেও রিমেম্বারিং ঘটনা ঘটে।
সূত্র: ফেসবুক ও টুইটার