হাজং আর বাংলার ফিউশনে ‘কোক স্টুডিও’ চমক (ভিডিও)

ভাষার মাসেই এলো বাংলা গানের অন্যতম আয়োজন ‘কোক স্টুডিও বাংলা’র প্রথম গান। হাজং ও বাংলা ভাষায় এই গানটির শিরোনাম ‘নাসেক নাসেক’। গেয়েছেন পান্থ কানাই ও অনিমেষ রায়। 

বুধবার (২৩ ফেব্রুয়ারি) রাতে তাদের নিজস্ব ইউটিউব চ্যানেলে প্রকাশ হয়েছে এটি। 

আয়োজক কোকাকোলা বাংলাদেশ জানায়, ‘নাসেক নাসেক’ গানটি ‘বাংলার বারো মাসে তেরো পার্বণের চেতনাকে তুলে ধরে বলে মনে করেন তারা। ভাষার মাসে হাজং ভাষার পাশাপাশি সব আদিবাসীদের ভাষার প্রতি সম্মান প্রদর্শন করে গানটি প্রকাশ করা হয়েছে। পাশাপাশি দেশের পরিচিত লোকসংগীত ‘দোল দোল দুলুনি’ গানটিও রাখা হয়েছে এতে। মূলত, দুটি মিলিয়ে নতুন ফিউশনটি করা।

বিষয়টি নিয়ে সামাজিক যোগাযোগমাধ্যমে প্রশংসাও পাচ্ছে। তবে সমালোচনার ধারও কম নয়। অনেকের প্রশ্ন, অনুষ্ঠানের নাম ‘বাংলা’ দিয়েও শুরুটা কেন হাজং ভাষায়! 

‘নাসেক নাসেক’ গানের হাজং ভাষার অংশটি গেয়েছেন অনিমেষ রায় আর ‘দোল দোল দুলুনি’ অংশটি এসেছে পান্থ কানাইয়ের কণ্ঠে। ‘নাসেক’ হাজং ভাষার শব্দ। এর বাংলা অর্থ ‘নাচো’। অনিমেষ রায় তার মাতৃভাষায় অর্থাৎ হাজং ভাষায় লিখেছেন এটি। আর আব্দুল লতিফের লেখা ‘দোল দোল দুলুনি’ গানটির মূল শিল্পী আব্দুল আলীম। নতুন কাজটির সংগীতায়োজন করেছেন আদিত। প্রযোজনা করেছেন শায়ান চৌধুরী অর্ণব।

অন্যদিকে, এর আগে জমকালো এক আয়োজনে চলতি মাসেই কোক স্টুডিও বাংলা তাদের প্রথম সিজনের থিম সং ‘একলা চলো রে’ প্রকাশ করে। যেখানে অংশ নেন সামিনা চৌধুরী, মমতাজ, বাপ্পা, কণা, মিজান, অর্ণব, মাশা ইসলাম, অনিমেষ রায়সহ অনেকে।

ভিডিও: