‘টাইগার থ্রি’র এক ঝলকে সালমান-ক্যাটরিনার চমক (ভিডিও)

ঘোষণা হওয়ার পর থেকেই ‘টাইগার থ্রি’ নিয়ে উন্মাদনা তুঙ্গে। হওয়ারই কথা, আগের দুটি সিনেমায় ভাইজান মাতিয়েছেন খুব। তাই এবারের সিক্যুয়েল নিয়েও যে উন্মাদনা তুঙ্গে থাকবে, তা বলাই বাহুল্য। 

অতিমারির কোপে শুটিং পিছিয়েছে বহুবার। আর সেই জন্যই ‘টাইগার’-এর তৃতীয় ফ্র্যাঞ্চাইজির হলমুখো হতে এতো বিলম্ব। দর্শকরাও বছর তিনেক ধরে পর্দায় সালমান-ক্যাটরিনা ম্যাজিক দেখার অপেক্ষায় রয়েছেন।

অবশেষে সেই অপেক্ষার বাঁধ ভাঙলো শুক্রবার (৪ মার্চ) সিনেমার দুর্ধর্ষ টিজার প্রকাশের মাধ্যমে। যেখানে কেতাদুরস্ত অ্যাকশন-প্যাকড ঝলকে বিশেষভাবে নজর কাড়লেন ক্যাটরিনা। তার সঙ্গে ভাইজান জানালেন মুক্তির দিনও। ২০২৩ সালের ২১ এপ্রিল প্রেক্ষাগৃহে আসছে এই সিনেমা।

প্রমো ভিডিওতে দেখা গেলো, ছুরি হাতে অ্যাকশন প্রশিক্ষণ নিচ্ছেন ক্যাটরিনা। পাশেই সালমান মুখ ঢেকে ঘুমোচ্ছেন! এরপরই অভিনেত্রী ভাইজানের উদ্দেশে প্রশ্ন ছুড়লেন, ‘তুমি তৈরি তো?’ সালমানের জবাব, ‘টাইগার সবসময় তৈরি।’ 

এই ছবিতে সালমান-ক্যাটের পাশাপাশি ইমরান হাসমিও রয়েছেন।

‘টাইগার’-এর প্রথম ফ্র্যাঞ্চাইজি ‘এক থা টাইগার’ পরিচালনা করেছেন কবির খান। দ্বিতীয়টা ‘টাইগার জিন্দা হ্যায়’-এর পরিচালক আলি আব্বাস জাফর। আর এবার তৃতীয় ফ্র্যাঞ্চাইজি ‘টাইগার থ্রি’ পরিচালনার দায়ভার পড়েছে মণীষ শর্মার ওপর।

সূত্র: ইন্ডিয়ান এক্সপ্রেস