দেশ ভ্রমণে নিরব, লক্ষ্য শতাধিক উপজেলা!

রোম শহর যখন পুড়ে ছাই হচ্ছিল, নিরো তখন বাঁশি বাজাচ্ছিলেন! প্রচলিত এই প্রবাদ বাক্যটি নায়ক নীরবের ক্ষেত্রে অনেকটাই মেলে। তবে সেটি পজিটিভ অর্থে। 

বাংলাদেশ চলচ্চিত্র শিল্প যখন নির্বাচন-রাজনীতি আর করোনা-দর্শক খরায় পুড়ছিল, তখন নিরব হোসাইন দেশ ভ্রমণে বেরিয়ে পড়েন। গত বছরের শেষ দিন (৩১ ডিসেম্বর ২০২১) ঢাকা-টু কক্সবাজার ভ্রমণ দিয়ে শুরু করেন। এরমধ্যে চট্টগ্রাম, সিলেট বিভাগের ১০টি জেলায় ভ্রমণ শেষ। এই মুহূর্তে অবস্থান করছেন বরিশাল বিভাগে। এভাবে আরও ছয় মাস দেশঘুরে তবেই থামবেন নিরব।

দেশের কোনও অভিনয়শিল্পীর বেলায় আগে এমনটা ঘটেছে বলে জানা নেই।

নিরব জানান, তার লক্ষ্য আগামী ছয় মাসের মধ্যে দেশের সব জেলার মোট ১০২টি উপজেলা/থানা ভ্রমণ। এ পর্যন্ত তেমনটাই পরিকল্পনা তার। আর এটি বাস্তবায়নে তার পেছনে আছে ‘মার্কস ডেজার্ট কুইন’ কর্তৃপক্ষ। এরমধ্যে গত তিন মাসে চলচ্চিত্র শিল্পী সমিতির সাধারণ সম্পাদক পদের কোনও সুরাহা না হলেও নিরব শেষ করেছেন ৩৬টি থানা ভ্রমণ। সেখান থেকে চূড়ান্ত করেছেন ৩৬ জন সেরা রাঁধুনি।

বিচারকের আসনে নিরবশুক্রবার (১১ মার্চ) সকালে বরিশাল থেকে নিরব বাংলা ট্রিবিউনকে বলেন, ‘আমি বলবো এটা আমার জীবন ও ক্যারিয়ারের অন্যতম একটি দারুণ অভিজ্ঞতা। পুরো দেশটাকে ঘুরে দেখছি। বিভিন্ন অঞ্চলের মানুষের সঙ্গে মিশছি, জানছি। সঙ্গে রিয়েল ট্যালেন্টদের খুঁজে বের করছি। তারচেয়ে বড় কথা, চলচ্চিত্র শিল্পের যে করুণ হাল, সেটা থেকে অন্তত নিজেকে দূরে রাখতে পারছি।’

দেশজুড়ে চলা ‘মার্কস ডেজার্ট কুইন’ নামের এই প্রতিযোগিতায় একমাত্র তারকা বিচারক নিরব। তার সঙ্গে আছেন তিন জন রন্ধন বিশেষজ্ঞ। যারা নির্দিষ্ট থানায় গিয়ে এই প্রতিযোগিতার আয়োজন করে থাকেন। যেমন, চলতি সপ্তাহে বরিশাল সদর শেষে করে পরের সপ্তাহে যাচ্ছেন ভোলা ও গোপালগঞ্জে।

অভিনয়ের বাইরে গিয়ে এই ধরনের কাজ বা ভ্রমণ প্রসঙ্গে নিরব বলেন, ‘রান্নার বিচার করা খুব যে সহজ তা নয়। তবে চেষ্টা করছি। সঙ্গে বিশেষজ্ঞ তিন জন বিচারক তো থাকছেনই। তবে এর মাধ্যমে অনেকের সঙ্গে পরিচয় হচ্ছে, নতুন নতুন বিষয়ের মুখোমুখি হচ্ছি। ভালো লাগছে। আগামী ছয় মাস এই কাজের সঙ্গে যুক্ত থাকতে হবে। আমাদের লক্ষ্য মোট ১০২ জন বের করে ঢাকায় নিয়ে আসা। তাদের নিয়ে ঢাকায় মূল পর্ব করবো। সেখান থেকে গালা রাউন্ডের মাধ্যমে গোটা দেশ থেকে সেরা ১০ জনকে চূড়ান্ত করবো। সুতরাং সামনে আরও অনেকটা পথ পাড়ি দিতে হবে আমাদের। এবং সেটা আনন্দ নিয়েই করছি।’

তবে এই দেশ ভ্রমণের ফাঁকে হাতে থাকা সিনেমার কাজগুলোও একটু একটু করে শেষ করতে চান এই নায়ক।

একজন বিজয়ীর হাতে পুরস্কার তুলে দিচ্ছেন নিরবনিরব সম্প্রতি সাইফ চন্দনের ‘কয়লা’ ছবির শুটিং করেছিলেন। এতে তার নায়িকা শবনম বুবলী। এই জুটি অভিনীত ‘ক্যাসিনো’ মুক্তির অপেক্ষায় রয়েছে। অভিনেত্রী রোজিনা পরিচালিত ‘ফিরে দেখা’ ছবিটিও মুক্তির জন্য প্রস্তুত। এতে তার নায়িকা স্পর্শিয়া। এই জুটি ‘জলকিরণ’ নামে আরও একটি ছবির শুটিং শুরু করতে যাচ্ছেন এ মাসেই। এছাড়াও অনন্য মামুনের ‘অমানুষ’ নামে আরও একটি ছবি মুক্তির অপেক্ষায় রয়েছে তার। এতে নিরবের বিপরীতে আছেন মিথিলা। মুক্তির অপেক্ষায় আছে অপু বিশ্বাসের সঙ্গে ‘ছায়াবৃক্ষ’ ছবিটিও।