X
রবিবার, ২৮ এপ্রিল ২০২৪
১৪ বৈশাখ ১৪৩১

শাহরুখ ভক্তদের উদযাপনে সামিল দেশি নির্মাতা-তারকারাও

বিনোদন রিপোর্ট
০৯ সেপ্টেম্বর ২০২৩, ১৩:৫৪আপডেট : ০৯ সেপ্টেম্বর ২০২৩, ১৩:৫৫

নায়ক যখন শাহরুখ খান, তখন নানাবিধ রেকর্ড-ইতিহাস সৃষ্টি হবে, এমনটা স্বাভাবিক। কিন্তু সেটা সাধারণত তার নিজ দেশ ভারতে, আমেরিকা-ইউরোপ কিংবা মধ্যপ্রাচ্যে ঘটে। তবে এবার প্রতিবেশী দেশ বাংলাদেশের সিনে বাজারও যেন নিজের পকেটে পুরে নিলেন কিং অব রোমান্স। প্রথম কোনও হিন্দি সিনেমা হিসেবে তার ‘জাওয়ান’ একই তারিখে ভারত ও বিশ্বের সঙ্গে বাংলাদেশের হলেও মুক্তি পেলো।

এখানেই শেষ নয়, নায়কের পথ অনুসরণ করে রেকর্ড গড়লো শাহরুখের বাংলাদেশি ভক্তরাও। গোটা হল ভাড়া করে তারা ছবিটি দেখেছে। যেটা বিদেশি তো দূরের কথা, দেশের কোনও নায়কের ক্ষেত্রেও দেখা যায়নি আগে।

শুক্রবার (৮ সেপ্টেম্বর) রাজধানীর ব্লকবাস্টার সিনেমাসে বিশেষ এই ফ্যান শো’র আয়োজন করে ‘ট্রু এসআরকিয়ান্স বিডি’ নামের একটি গ্রুপ। বেলা ১২টায় শুরু হয় প্রদর্শনী। তবে তারও ঘণ্টাখানেক আগে থেকে ব্লকবাস্টার আঙিনায় ভিড় করেন ভক্তরা। ‘জাওয়ান’র ছবি-লোগো সম্বলিত টি-শার্ট পরে শাহরুখের নামে স্লোগান, দুই হাত মেলে আইকনিক পোজ দেওয়া কিংবা হলের ভেতরে চিৎকার-উল্লাসে রীতিমতো উৎসবে পরিণত করেছেন তরুণ-তরুণীরা।

শুধু সাধারণ ভক্তরা নয়, এই শো-তে হাজির হয়েছেন দেশের কয়েকজন নির্মাতা-তারকাও। কারণ তারাও শাহরুখ খানের ভক্ত। এর মধ্যে ছিলেন চিত্রনায়ক নিরব, ইমন, অভিনেতা সৈয়দ জামান শাওন, নির্মাতা মাবরুর রশীদ বান্নাহ, তপু খান, নঈম ইমতিয়াজ নিয়ামুল প্রমুখ।

‘জাওয়ান’ দেখা শেষে নায়ক নিরব বললেন, ‘এই প্রথম শাহরুখ খানের ছবি দেশের হলে বসে দেখলাম। এটা অনেক বেশি ভালো লাগার। ছবিটা নিয়ে বলার মতো ভাষা আমার নেই। অসাধারণ। বলার কিছু নাই আসলে।’

ইমন বললেন, ‘প্রথম থেকে শেষ পর্যন্ত খুব ভালো ছিল ছবিটা। শাহরুখ খান ফিরে এসেছেন। আশা করছি ছবিটা সারাবিশ্বে অনেক ব্যবসা করবে।’

হলের ভেতর শাহরুখ ভক্তদের উন্মাদনা ‘লিডার-আমিই বাংলাদেশ’ খ্যাত নির্মাতা তপু খান বলেন, ‘এখানে দর্শক হিসেবেই এসেছি। আমি শাহরুখের একজন ভক্ত। খুব ভালো লেগেছে। একেবারে পরিপূর্ণ বিনোদন প্যাকেজ সিনেমাটি। অনেক শেখার আছে আমাদের এখান থেকে। আর এরকম সিনেমা দেখলে আমাদেরও উৎসাহ বেড়ে যায়। স্বপ্ন দেখি, একদিন বাংলাদেশেও এরকম সিনেমা নির্মিত হবে।’

নাট্যনির্মাতা মাবরুর রশীদ বান্নাহ বলেন, ‘অসাধারণ। সামাজিক বার্তা, আবেগ, অ্যাকশন, কী নেই! সব আছে। আমি এখানে একজন ভক্ত হিসেবেই এসেছি। শাহরুখের প্রতি ভালোবাসা, ফ্যান্টাসি আছে মনে। এই যে সিনেমা হলে আসার যে সংস্কৃতি তৈরি হচ্ছে, এটা আমাদের সিনেমার জন্যও খুব ইতিবাচক দিক।’

আয়োজনটি নিয়ে ‘ট্রু এসআরকিয়ান্স বিডি’ গ্রুপের ক্রিয়েটর এডমিন হিমেল বলেন, ‘শাহরুখ খানের প্রতি ভালোবাসা থেকেই আমাদের এই আয়োজন। এটা শুধু আমাদের গ্রুপের নয়, পুরো বাংলাদেশের শাহরুখ ভক্তদের ভালোবাসার বহিঃপ্রকাশ।’

উল্লেখ্য, গত ৭ সেপ্টেম্বর বিশ্বব্যাপী ১০ হাজার প্রেক্ষাগৃহে মুক্তি পেয়েছে ‘জাওয়ান’। দুই দিনেই ছবিটির বক্স অফিস কালেকশন ছাড়িয়ে গেছে ২০০ কোটি রুপি। এছাড়া হিন্দি সিনেমার ইতিহাসে সর্বোচ্চ ওপেনিং ডে কালেকশনের (সাড়ে ৬৫ কোটি রুপি) নতুন রেকর্ড গড়েছে এটি। আন্তর্জাতিক মার্কেটেও অতীতের সব রেকর্ড ছাড়িয়ে যাচ্ছে ছবিটি।

হলের বাইরে শাহরুখ ভক্তরা তামিল নির্মাতা অ্যাটলি কুমার নির্মিত ‘জাওয়ান’-এ শাহরুখ খানের সঙ্গে অভিনয় করেছেন নয়নতারা, বিজয় সেথুপতি, প্রিয়ামনি, সানিয়া মালহোত্রা, সুনীল গ্রোভার, দীপিকা পাড়ুকোন প্রমুখ।

/কেআই/এমএম/
সম্পর্কিত
তিন খান একসঙ্গে নাচলেন বিয়েবাড়িতে
তিন খান একসঙ্গে নাচলেন বিয়েবাড়িতে
সবচেয়ে ক্ষমতাধর ভারতীয়: তারকাদের মধ্যে শীর্ষে শাহরুখ খান
সবচেয়ে ক্ষমতাধর ভারতীয়: তারকাদের মধ্যে শীর্ষে শাহরুখ খান
সিনেমা মুক্তির আগে যে কাজটি নিয়মিত করেন শাহরুখ খান
সিনেমা মুক্তির আগে যে কাজটি নিয়মিত করেন শাহরুখ খান
অপু-নিরবের মুখোমুখি দীঘি-নূর, সমানে সমান লড়াই!
এ সপ্তাহের ছবিঅপু-নিরবের মুখোমুখি দীঘি-নূর, সমানে সমান লড়াই!
বিনোদন বিভাগের সর্বশেষ
বোনকে নিয়ে সনু নিগমের প্রথম গান!
বোনকে নিয়ে সনু নিগমের প্রথম গান!
বলিউডে কোণঠাসা প্রিয়াঙ্কা!
বলিউডে কোণঠাসা প্রিয়াঙ্কা!
একসঙ্গে এই অভিনেতারা...
একসঙ্গে এই অভিনেতারা...
শিল্পীদের সমস্যাগুলো সংসদে চিহ্নিত করতে চাই: ফেরদৌস
শিল্পীদের সমস্যাগুলো সংসদে চিহ্নিত করতে চাই: ফেরদৌস
সাদি মহম্মদ: ভাইয়ের কান্না, বন্ধুর স্মৃতি, সতীর্থদের গানে স্মরণ…
সাদি মহম্মদ: ভাইয়ের কান্না, বন্ধুর স্মৃতি, সতীর্থদের গানে স্মরণ…