কানে যুদ্ধবিমান চালাবেন টম ক্রুজ!

হলিউড সুপারস্টার টম ক্রুজ তিন যুগ আগে বড় পর্দায় যুদ্ধবিমান চালিয়েছিলেন। ১৯৮৬ সালে মুক্তিপ্রাপ্ত ‘টপ গান’ ছবির সিক্যুয়েলে আবারও নৌবাহিনীর বৈমানিক রূপে ফিরছেন তিনি। ‘টপ গান: ম্যাভেরিক’ নামের ছবিটির উদ্বোধনী প্রদর্শনী হবে এবারের কান উৎসবের প্রতিযোগিতা বিভাগের বাইরে। 

মার্কিন সংবাদমাধ্যম হলিউড রিপোর্টার এই তথ্য নিশ্চিত করেছে।

৭৫তম আসর উপলক্ষে হলিউডের প্রথম সারির তারকা সমাবেশ ঘটবে কানসৈকতে। এর অংশ হিসেবে টম ক্রুজ নিজের নতুন ছবির প্রচারণা করবেন দক্ষিণ ফ্রান্সে। ৩০ বছর পর কানের সাগরপাড়ে যাচ্ছেন তিনি। সবশেষ ১৯৯২ সালে তার অভিনীত রন হাওয়ার্ডের ‘ফার অ্যান্ড অ্যাওয়ে’র প্রদর্শনী হয়েছিল এই উৎসবের প্রতিযোগিতা বিভাগের বাইরে।

২০২০ সালে করোনা মহামারি শুরুর আগে ‘টপ গান: ম্যাভেরিক’ দেখাতে চেয়েছিল কান কর্তৃপক্ষ। কিন্তু করোনার কারণে ছবিটির মুক্তি দুই বছর পিছিয়ে দেয় পরিবেশনা সংস্থা প্যারামাউন্ট পিকচার্স। প্রথমে ২০২১ সালের জুলাই, এরপর নভেম্বর এবং সবশেষ ২০২২ সালের ২৭ মে মুক্তির তারিখ নির্ধারণ হয়।

আগের ছবি শেষের ৩০ বছর পরের ঘটনা নিয়ে সাজানো হয়েছে জোসেফ কসিনস্কি পরিচালিত ‘টপ গান: ম্যাভেরিক’। এবারও নৌবাহিনীর বৈমানিক পিট মিচেল চরিত্রে অভিনয় করেছেন টম ক্রুজ। নতুন ছবিতে পিটকে যুক্তরাষ্ট্রের নৌবাহিনীর স্ট্রাইক ফাইটার ট্যাকটিকস প্রশিক্ষণ প্রকল্পে কাজ করতে দেখা যাবে। নৌবাহিনীর নতুন প্রজন্মের পাইলটদের পরামর্শদাতা সে। বর্তমান বিশ্বে ড্রোন যুদ্ধের ক্রমবর্ধমান জটিলতায় একপর্যায়ে যুক্ত হতে বাধ্য হয় পিট।

টম ক্রুজ ছাড়াও আগের ছবির অভিনেতা ভ্যাল কিলমার ফিরছেন নতুন পর্বে। এছাড়া নতুন যুক্ত হয়েছেন মাইলস টেলার, জেনিফার কনেলি, এড হ্যারিস ও জন হ্যাম।

কান উৎসব অনুষ্ঠিত হবে ১৭ মে থেকে ২৮ মে পর্যন্ত।