অভিজিৎ ও ইমরান: দুজনই গাইবেন একে অপরের গান

অভিজিৎ সাওয়ান্ত; ভারতের প্রথম ইন্ডিয়ান আইডল। প্রথমবার হওয়ায় তাকে নিয়ে যতটা মাতামাতি হয়েছে, দেশটির আর কোনও রিয়েলিটি শোয়ের গায়ককে নিয়ে অতটা হয়নি। ২০০৫ সালে পাদপ্রদীপের আলোয় আসা এ গায়কের অনেক ভক্তই সেই সময় তৈরি হয় বাংলাদেশে।

তাদের জন্য সুখবর নিয়ে এনেছেন জাতীয় চলচ্চিত্র পুরস্কারপ্রাপ্ত বাংলাদেশি সংগীতশিল্পী ইমরান মাহমুদুল। 

ব্যক্তিজীবনে তারা দুজন ভালো বন্ধুও। দুজনে মিলে নতুন একটি প্রজেক্ট হাতে নিয়েছেন। যেখানে তাদের জনপ্রিয় দুটি হিন্দি ও বাংলা গান মিলে নতুন ট্র্যাক তৈরি করা হচ্ছে। 

মজার বিষয় হলো, এতে ইমরান গাইবেন অভিজিতের গান আর অভিজিতের কণ্ঠে পাওয়া যাবে ইমরানের গান।

বিষয়টি জানিয়েছেন অভিজিৎ নিজেও। এক ভিডিও বার্তায় তিনি বলেন, ‘আমি আসছি আমার বন্ধু ইমরান মাহমুদুলের সঙ্গে। তিনি বাংলাদেশের খুব জনপ্রিয় সংগীতশিল্পী। প্রজেক্টটি নিয়ে আমি ও ইমরান দুজনেই খুব রোমাঞ্চিত।’

কাজটি প্রসঙ্গে ইমরান বাংলা ট্রিবিউনকে বলেন, ‘অভিজিতের সঙ্গে ব্যক্তিগত পরিচয় দুই বছর ধরে। তখন থেকেই আমরা প্ল্যান করছিলাম, একসঙ্গে কাজ করবো। এরমধ্যে করোনা চলে এলো। কী করবো কী করবো ভাবছি- তখনই মনে হলো একটা কাজ করি, ম্যাশআপ না করে, দুজনের স্থানটা বদল করে নিই। মানে আমার বাংলা গান সে গাইবে আর ওর হিন্দিটা আমি গাইবো। সেইভাবেই কাজটি করা।’

জানা যায়, নতুন ট্র্যাকে ইমরান গেয়েছেন ‘কেয়া তুঝে পাতা হ্যা ম্যায়’ এবং অভিজিতের কণ্ঠে ‘তুই কি আমার হবি রে’। ২৯ মার্চ বিশেষ গানটি ইউটিউবে অবমুক্ত হবে।