বৃষ্টি ও চুল জটিলতায় ‘দ্য কিডন্যাপার’

প্রতি ঈদেই নানামাত্রিক চমক নিয়ে দর্শকদের সামনে হাজির হন ছোট পর্দার বড় নায়ক আফরান নিশো। বিভিন্ন ইউনিটে ভাগ হয়ে এবারও চলছে সেই বিরামহীন পরিশ্রম। যেন নিজেকে নিজেই অতিক্রম করার আপ্রাণ চেষ্টা চালিয়ে যাচ্ছেন।

তেমনটাই দেখা মিললো শুক্রবারের (৮ এপ্রিল) একটি স্থিরচিত্রে। যেখানে দেখা মিলেছে গহিন জঙ্গলে সহশিল্পী সাবিলা নূরের হাত চেপে পালিয়ে বেড়াচ্ছেন আফরান নিশো। অন্য হাতে পিস্তল।  

খোঁজ মিলেছে, দুজনকে নিয়ে কাজল আরেফিন অমি নির্মাণ করেছেন নাটক ‘দ্য কিডন্যাপার’।

গাজীপুরের গহিন জঙ্গলে থ্রিলার ধাঁচের গল্পে এ নাটকটির শুটিং হয়েছে বলে জানান ‘ব্যাচেলর পয়েন্ট’-খ্যাত এই নির্মাতা। তিনি বলেন, ‘জঙ্গলে কিডন্যাপারের শুটিং করতে গিয়ে অনেক ঘটনা ঘটেছে। টানা বৃষ্টির কারণে ইউনিট নিয়ে শুটিং বাতিল করতে হয়। ঢাকায় ফিরে পরবর্তীতে আমার সঙ্গে নিশো ভাইয়ের শিডিউল মিলছিল না। আড়াই মাস পর শিডিউল যখন মেলে তখন নিশো ভাই অন্য কাজে চুল ছোট করে ফেলেন, কিন্তু শুরুতে শুটিংয়ে তার চুল বড় ছিল। উপায় না পেয়ে আগের সব ফুটেজ ফেলে দিয়ে পুনরায় ধারণ করতে হয়েছে। সিনেম্যাটিক কনসেপ্টে কাজটি করেছি।’ 

গল্পের রেশটা এমন, আফরান নিশো সাবিলা নূরকে কিডন্যাপ করে জঙ্গলে নিয়ে যায়। সেখানে তার কাছ থেকে অন্য আরেক দল মেয়েটিকে কিডন্যাপ করে। শুরু হয় নতুন যুদ্ধ।

গল্প ও চিত্রনাট্য পরিচালক নিজেই করেছেন।

আফরান নিশো-সাবিলা নূর ছাড়াও ‘দ্য কিডন্যাপার’-এ অভিনয় করেছেন শাহেদ আলী, পাভেল প্রমুখ। ঈদে সুলতান এন্টারটেইনমেন্টের ইউটিউব চ্যানেলে নাটকটি উন্মুক্ত হবে বলে জানিয়েছেন অমি।