গদিচ্যুত ইমরান খানকে আইপিএলে ধারাভাষ্য দেওয়ার প্রস্তাব মীরের!

সদ্যই অনাস্থা ভোটে ক্ষমতা হারিয়েছেন পাকিস্তানি প্রধানমন্ত্রী ইমরান খান। পূর্বসূরিদের মতোই মেয়াদ পূরণ করতে পারেননি দেশটির সাবেক এই কিংবদন্তি ক্রিকেটার।

বিষয়টি নিয়ে ক্ষুব্ধ ইমরানের সমর্থক ও ভক্তরা। আর এমন সময়ই কাটা ঘায়ে নুনের ছিটা দিলেন ভারতীয় উপস্থাপক মীর আফসার আলি।

এমন পরিস্থিতিতেও মশকরা করার সুযোগ ছাড়লেন না তিনি। রসিকতার মোড়কেই খোঁচাটা দিলেন সাবেক প্রধানমন্ত্রী ও এই ক্রিকেটারকে।

ইমরান খানের সঙ্গে নিজের একটি পুরনো ছবি শেয়ার করে মীর প্রস্তাব করেন, ‘এবার তো আইপিএলে কমেন্ট্রি করতেই পারেন, তাই না?’

হ্যাশট্যাগে ‘সানডে হিউমার’ কথাটি ব্যবহার করেছেন মীর। বুঝিয়েছেন কাজ না থাকাতে কৌতুক করেছেন তিনি।

এদিকে, ক্রিকেট মাঠে প্রবল পরাক্রমশালী অধিনায়ক ইমরান তার রাজনৈতিক মাঠে সম্প্রতি ধরাশায়ী হয়েছেন। সংসদে অনাস্থা ভোট দেন তার প্রতিপক্ষরা। সেখানে ১৭৪ ভোট ইমরানের বিপক্ষে যাওয়ায় গদি হারাতে হয় তাকে। শনিবার (৯ এপ্রিল) রাতের অন্ধকারে ছাড়তে হয়েছে প্রধানমন্ত্রীর বাসভবন ও রাজধানীও। সংসদে অনাস্থা ভোট এড়ানোর চেষ্টা শেষ পর্যন্ত চালিয়েছিলেন তিনি। কিন্তু, তাতে লাভ হয়নি। সেনাবাহিনী, আদালত ও মোল্লাতন্ত্রের চাপে ইমরানকে হার মানতেই হয়। ছাড়তে হয় ইসলামাবাদ।