পারিবারিক বন্ধন নিয়ে শিবলী-নিপার অন্যরকম নাচ

বিশ্বায়ন বা মুক্ত অর্থনীতির যুগে অর্থনীতির পাশাপাশি সবচেয়ে বেশি যে আগ্রাসনের শিকার হচ্ছে মানুষ, তা হলো সাংস্কৃতিক আগ্রাসন। বিশেষ করে পারিবারিক সংস্কৃতির ওপর হামলা চলছেই। বাবা-মায়ের স্থান হচ্ছে বয়স্ক নিবাসে! 

এমন সামাজিক চিত্র নিয়েই এবারের ঈদের ‘ইত্যাদি’তে একটি ভিন্নধর্মী নৃত্য পরিকল্পনা করা হয়েছে। এটি পরিবেশন করেছেন কিংবদন্তি নৃত্যজুটি শিবলী-নিপা ও তাদের দল। 

ভিন্ন পরিকল্পনার এই নৃত্যটিতে অতিথি হিসেবে অংশগ্রহণ করেছেন তিন জন বয়োজ্যেষ্ঠ অভিনয় শিল্পী- দিলারা জামান, জয়ন্ত চট্টোপাধ্যায় ও আবুল হায়াত।

‘ইত্যাদি’ রচনা, পরিচালনা ও উপস্থাপনা করেছেন হানিফ সংকেত। নির্মাণ করেছে ফাগুন অডিও ভিশন, স্পন্সর করেছে কেয়া কসমেটিকস লিমিটেড। এই বিশেষ পর্বটি প্রচার হবে ঈদের পরদিন রাত ৮টার বাংলা সংবাদের পর।