বাইপাস সার্জারি করতে হবে তৌসিফের

‘দূরে কোথাও’, ‘বৃষ্টি ঝরে যায়’সহ অনেক জনপ্রিয় গানের গায়ক তৌসিফ আহমেদ হৃদরোগে আক্রান্ত হয়েছেন। গতকাল (২৪ এপ্রিল) তিনি রাজধানীর ধানমন্ডির ইবনে সিনা হাসপাতলে ভর্তি হয়েছিলেন।

চিকিৎসকরা জানিয়েছেন তার হৃদযন্ত্রে বাইপাস করতে হবে। বিষয়টি নিয়ে তৌসিফ বলেন, ‘গতকাল সন্ধ্যায় বুকে প্রচণ্ড ব্যথা অনুভব করি। সেসময় বাসায় কেউ ছিল না। ঈদ কাটাতে সবাইকে গ্রামের বাড়ি পাঠিয়েছি। তাই একাই দ্রুত ইবনে সিনা হাসপাতালে যাই। সেখানে পরীক্ষার পর হার্টে ব্লক ধরা পড়ে। বুঝতে পারি আমার হার্ট অ্যাটাক হয়েছিল। ঈদের পর বাইপাস করাতে হবে।’

তিনি আরও জানান, আপাতত তিনি বাসাতেই আছেন। ডাক্তাররা কার্ডিওলজি ইউনিটে ভর্তি হতে বললেও কিছু সমস্যার কারণে ভর্তি হতে পারেননি। শিগগিরই তিনি এনজিওগ্রাম করবেন। 

তৌসিফ এর আগে ২০১২ প্রথম হৃদরোগে আক্রান্ত হন। চিকিৎসার পর বেশ সুস্থই ছিলেন। তবে গত পাঁচ বছর ধরে ডায়াবেটিকেও ভুগছেন।

প্রসঙ্গত, ‘বৃষ্টি ঝরে যায় দু’চোখে সখী গো’ এবং ‘দূরে কোথাও আছি বসে, হাত দুটি দাও বাড়িয়ে’ গান দুটি গেয়ে রাতারাতি তরুণ শ্রোতামহলে পৌঁছে যান গায়ক তৌসিফ আহমেদ। এরপর বেশ কিছু রোমান্টিক-বিরহ  গান তার অবস্থান আরও পোক্ত করে। গাওয়ার পাশাপাশি তিনি লেখেন, সুর ও সংগীতায়োজন করেন। তবে দীর্ঘদিন ধরেই এই গায়ক রয়েছেন আলোচনার বাইরে।

পাঁচ বছর পর এবার ঈদে আসছে তৌসিফের নতুন গান ‘ভালোবাসো কি না’।