অতঃপর সজল-নোভার ৭ দিন!

ঈদের নাটকে হাজির হচ্ছেন সজল ও নোভা জুটি। যেখানে তাদের সাত দিনের জার্নির গল্প ফুটে উঠবে। পান্থ শাহরিয়ারের রচনায় ও সাদিকুল ইসলাম নিয়োগী পন্নীর প্রযোজনায় এ নাটকের নাম ‘অতঃপর ৭ দিন’। 

গাজীপুরের পূবাইলের বিভিন্ন স্থান ও একটি রিসোর্টে নাটকটি ধারণ করা হয়েছে। এর গল্পে দেখা যাবে, আব্দুন নূর সজল পাত্রী দেখতে গিয়ে উদ্ভট প্রশ্ন করেন। পাত্রী উত্তর না দিয়ে সাথে সাথে সজলের গালে চড় বসিয়ে দেন। এভাবে একের পর এক মেয়ে দেখে চড় খেয়ে বাড়ি ফিরেন সজল। সবশেষে বন্ধু রাজু আহসানকে সাথে নিয়ে নোভা ফিরোজকে পাত্রী হিসেবে দেখতে যান তিনি। নোভাকে একই প্রশ্ন করে চড় খাওয়ার অপেক্ষায় থাকেন সজল। নোভা কোনও প্রতিক্রিয়া দেখাননি। তিনি সজলের প্রশ্নের কাঙ্ক্ষিত উত্তর দেন। অবশেষে দুইজন বিয়ের আগে ৭ দিনের জন্য ঢাকার বাইরে চলে যান। তারপর ঘটতে থাকে নানান ঘটনা। 

প্রযোজক সাদিকুল ইসলাম নিয়োগী পন্নী বলেন, ‘ঈদের জন্য মজার ও রোমান্টিক নাটক এটি। অন্যদিকে দুজনই দর্শক মহলে প্রশংসিত অভিনয়শিল্পী। তাই কাজটি সবাই উপভোগ করবেন, এটাই আশা করছি।’ 

নাটকটি বাংলাদেশ টেলিভিশনের (বিটিভি) জন্য নির্মিত হয়েছে। এতে আরও অভিনয় করেছেন খলিলুর রহমান কাদেরী, রাজু আহসান, ফারজানা লীনা, হাসান মাহমুদ, সানজিদা রহমান মীম, জান্নাতুল ফেরদৌস লোটাস, সাজদারুন নেছা ও আহসান হাবীব বিপুসহ অনেকে। নাটকটি বিটিভির ঈদের অনুষ্ঠানমালায় প্রচারিত হবে।