X
বৃহস্পতিবার, ২৯ মে ২০২৫
১৫ জ্যৈষ্ঠ ১৪৩২

বুবলীর সঙ্গে প্রথম কাজ, মনেই হচ্ছে না: সজল

বিনোদন রিপোর্ট
২৮ মে ২০২৫, ১৩:২৩আপডেট : ২৮ মে ২০২৫, ১৫:১৬

সিনেমার এই সঙ্কটে যে কয়েকজন অভিনেত্রী নিয়মিত কাজ করে যাচ্ছেন তাদের মধ্যে শবনম বুবলী থাকবেন প্রথম সারিতেই। অন্যদিকে অভিনেতা আব্দুন নূর সজল এখন বড় পর্দায় বেশ নিয়মিত। এবার তারা প্রথমবারের মতো জুটিবেধে কাজ করছেন একটি সিনেমায়।

সিনেমার নাম ‘শাপলা শালুক’। এটি নির্মাণ করছেন রাশেদা আক্তার লাজুক। 

বর্তমানে ছবিটির শুটিং হচ্ছে শেরপুরের নালিতাবাড়ীর ভারতীয় সীমান্তবর্তী এলাকার বিভিন্ন লোকেশনে। টানা ১০ দিন এখানে শুটিং চলছে, চলবে ঈদের আগ পর্যন্ত। ঈদের পর বাকী শুটিং হবে ঢাকার গাজীপুরসহ বিভিন্ন লোকেশনে।

শুটিংয়ের আপডেট জানাতে গিয়ে আব্দুন নূর সজল বাংলা ট্রিবিউনকে বলেন, ‘আমরা শেরপুরে প্রায় ১০ দিন হলো শুটিং করছি। চমৎকার পরিবেশ! তবে প্রচন্ড গরম এখানে। এরমধ্যেই শুটিং করতে হচ্ছে।’ ‘শাপলা শালুক’ সিনেমার শুটিং স্পট থেকে সজল সিনেমায় তার চরিত্র সম্পর্কে জানতে চাইলে এই অভিনেতা বলেন, ‘খুব ডিটেইলটা বলতে চাচ্ছি না। এটুকু বলি, এখানে আমার চরিত্রে নাম পরাণ। গল্পের সবগুলো চরিত্রই খুব চ্যালেঞ্জিং। একদমই সাধারণ, চিরচেনা চরিত্র নয়। এটি একটি অ্যাকশন-রোম্যান্টিক গল্পের সিনেমা। আমাকে অ্যাকশন দৃশ্যেও অভিনয় করতে হচ্ছে। সেক্ষেত্রে আমাকে ১০-১৫ দিনের একটি রিহার্সেলেও অংশ নিতে হয়েছে। আশা করি ভালো কিছু হবে।’

প্রথমবারের মতো বুবলীর সঙ্গে জুটিবেধে কাজ, এ বিষয়ে সজল বলেন, ‘বুবলী ভীষণ সিনসিয়ার একজন অভিনেত্রী। একটা চরিত্রের জন্য তিনি এতটা এফোর্ট দেন যা দেখার মতো। আর আমরা প্রথমবারের মতো একসাথে কাজ করছি, কিন্তু মনেই হচ্ছে না প্রথমবার কাজ করছি।’ শবনম বুবলী অন্যদিকে শবনম বুবলি সিনেমাটি নিয়ে গণমাধ্যমকে বলেন, ‘যেকোনও ছবিতে অভিনয়ের ক্ষেত্রে গল্প, চরিত্র এবং চিত্রনাট্যের বিষয় আমি সবসময় গুরুত্ব দেই।মনে হয়, একটি চরিত্র দিয়ে যদি নিজেকে নতুনভাবে আবিষ্কার করা না যায় তাহলে অভিনয়শিল্পী হিসেবে সার্থকতা কোথায়। এই ছবিতেও আমার চরিত্রটি ভিন্ন রকম, যেমনটা আমি করতে চাই। এ রকম চরিত্রে আগে অভিনয় করা হয়নি। কাজ করে ভালো লাগছে।’

বলা প্রয়োজন, সিনেমাটি চলতি বছরেই মুক্তি পাওয়ার সম্ভাবনা রয়েছে। তবে নির্মাতা জানিয়েছেন, পরবর্তীতে সিনেমাটির নাম পরিবর্তন হতে পারে।

উল্লেখ্য, ‘শাপলা শালুক’ সিনেমায় সজল-বুবলী ছাড়া আরও অভিনয় করছেন সুমন আনোয়ার, আয়মান শিমলা, দিলরুবা দোয়েল, রফিকুল রুবেল, বাপ্পী প্রমুখ।

/সিবি/
সম্পর্কিত
ক্ষুব্ধ জয়া, শুটিং বন্ধের আহ্বান!
ক্ষুব্ধ জয়া, শুটিং বন্ধের আহ্বান!
‘পুলসিরাত’ ইসলামিক নাম, তাই পরিবর্তনের নির্দেশ
‘পুলসিরাত’ ইসলামিক নাম, তাই পরিবর্তনের নির্দেশ
উত্তর আমেরিকায় দারুণ সূচনা
উত্তর আমেরিকায় দারুণ সূচনা
মুক্তির ২৬তম দিনে ‘জংলি’র রেকর্ড!  
মুক্তির ২৬তম দিনে ‘জংলি’র রেকর্ড!  
বিনোদন বিভাগের সর্বশেষ
লিওর চোখে ‘কানের রানী’, তবু কটাক্ষের শিকার উর্বশী
লিওর চোখে ‘কানের রানী’, তবু কটাক্ষের শিকার উর্বশী
সঙ্গে মোশাররফ-হিমি ও তৌসিফ-পায়েল
সঙ্গে মোশাররফ-হিমি ও তৌসিফ-পায়েল
ক্ষুব্ধ জয়া, শুটিং বন্ধের আহ্বান!
ক্ষুব্ধ জয়া, শুটিং বন্ধের আহ্বান!
নির্মাতা চাইলে ‘জিয়া’ চরিত্রেও অভিনয় করতে প্রস্তুত শুভ!
নির্মাতা চাইলে ‘জিয়া’ চরিত্রেও অভিনয় করতে প্রস্তুত শুভ!
সিনেমা ইন্ডাস্ট্রির অপ্রকাশিত গল্প নিয়ে সিনেমা!
সিনেমা ইন্ডাস্ট্রির অপ্রকাশিত গল্প নিয়ে সিনেমা!