বেঁচে নেই অডিও ইন্ডাস্ট্রির জনক শাহীন রহমান

২০১২ সালে অডিও প্রযোজকদের সঙ্গে শাহীন রহমান (মাঝে)বাংলাদেশের প্রথম অডিও অ্যালবাম ও নিউ ইয়র্ক-এ প্রথম অডিও/ভিডিও অ্যালবাম প্রকাশক ‘ডিস্কো রেকর্ডিং’-এর মালিক শাহীন রহমান আর নেই।

দীর্ঘ সময় রোগ ভোগের পর যুক্তরাষ্ট্রের ব্রায়ানউড এভিনিউ এর সিলভার ক্রেস্ট সেন্টার নার্সিংহোমে নিউইয়র্কের স্থানীয় সময় (৩০ জানুয়ারি) শনিবার রাত ১০টা ৪৬ মিনিটে তিনি শেষ নিঃশ্বাস ত্যাগ করেন। (ইন্না লিল্লাহি…..রাজিউন)। খবরটি বাংলা ট্রিবিউনকে নিশ্চিত করেন অডিও-ভিডিও প্রযোজনা প্রতিষ্ঠান জি-সিরিজের কর্ণধার নাজমুল হক ভুঁইয়া খালেদ।

তিদনি বলেন, ‘শাহীন ভাই ছিলেন আমাদের ইন্ডাস্ট্রির জনক। তাকে আমরা জানি ফাউন্ডার অব দ্য ক্যাসেট ইন্ডাস্ট্রি হিসেবে। তার পথ ধরেই আজ আমরা এতদূর এসেছি। তার কথা আমরা আজীবন মনে রেখেছি, রাখবো। আমি তার রুহের মাগফেরাত কামনা করি।’

শাহীন রহমান দুরারোগ্য রোগ লু গেহ রিগসে আক্রান্ত হয়ে গত কয়েক বছর থেকে নিউইয়র্ক সিটির করোনায় অবস্হিত পার্ক টেরেস ও জ্যামাইকায় অবস্থিত সিলভার ক্রেস্ট সেন্টার নার্সিংহোমে চিকিৎসাধীন ছিলেন।

মৃত্যুকালে তিনি মাতা, স্ত্রী, এক মেয়ে, এক ছেলে, ভাই/বোন, আত্নীয়স্বজন, বন্ধুবান্ধবসহ অসংখ্য গুণগ্রাহী রেখে গেছেন।

শাহীন রহমান যখন হাসপাতালেজানাগেছে, আজ  রবিবার বাদ মাগরিব নিউইয়র্কের জ্যাকসন হাইটসে শাহীন রহমানের নামাজে জানাজা অনুষ্ঠিত হয় এবং সোমবার নাগাদ তার ভাই শাহনুর রহমান মরহুমের মৃতদেহ বাংলাদেশে নিয়ে আসবেন।

শাহীন রহমান পরিবারসহ ১৯৮৮ সালে ঢাকার জিগাতলা থেকে পাড়িজমান যুক্তরাষ্ট্রের লস এঙ্গেলেসে। ৯০-এর শেষ দিকে তিনি স্থায়ী হন নিউইয়র্কে।
/এমআই/এমএম/