নীলকে বখাটেদের কাছ থেকে উদ্ধার করে তুলি

সহজ-সরল নীল বড় হয় মামাদের কাছে। কারণ, তার বাবা-মা অনেক আগেই প্লেন ক্র্যাশে মারা যায়। একদিন বাড়ি ফেরার পথে কিছু বখাটে যুবক বিনা কারণেই তাকে মারছিল। বিষয়টি লক্ষ করে তুলি। সে নীলকে উদ্ধার করে।

আপাত দৃষ্টিতে গল্পটা মানবিক মনে হলেও ততধিক প্রেমময়! নাম ‘তুলির আঁচড়ে নীল’। নাটকটি রচনা করেছেন রাজীব আহমেদ ও পরিচালনা করেছেন দীপু হাজরা। এতে অভিনয় করেছেন এসএন জনি, মিথিলা, এসআই শহীদ, স্বর্ণালি তন্নী, মীর শহীদ, মিলি মুন্সী প্রমুখ। 

নাটকটি প্রচার হচ্ছে ঈদের ৭ম দিন (৯ মে) রাত ৮টায় একুশে টেলিভিশনে। জানান নির্মাতা দীপু।

বলেন, ‘গল্পের শুরুটা একটা অন্যরকম। আবার শেষটাও বেশ আলাদা। মাঝে রয়েছে প্রচুর নাটকীয়তা। গল্পটি প্রেমের হলেও এর মধ্যে মামা-ভাগ্নে সম্পর্কের গভীরতাও রয়েছে। আশা করছি দর্শকরা পুলকিত হবেন।’