কান উৎসব ২০২২

টম ক্রুজের জন্য কানসৈকতে হুলস্থুল!

কানসৈকতে হুলস্থুল পড়ে গেছে! এজন্য ধন্যবাদ পেতে পারেন হলিউড সুপারস্টার টম ক্রুজ। তার জন্য ফরাসি উপকূলে বয়ে যাচ্ছে উন্মাদনার ঢেউ। 

বুধবার (১৮ মে) বিকাল ৪টায় (বাংলাদেশ সময় রাত ৮টা) উৎসবে অংশগ্রহণকারীদের সামনে বিশেষ আলাপে থাকবেন তিনি। তাই কান চলচ্চিত্র উৎসবের প্রাণকেন্দ্র পালে দে ফেস্টিভাল ভবনের সাল দ্যুবুসি প্রেক্ষাগৃহের সামনে দেখা যাচ্ছে বিশাল লাইন। শুধু ব্যাজ থাকলেই হবে না, এই আয়োজনের সাক্ষী হতে দরকার আলাদা টিকিট। 

সর্বশেষ ১৯৯২ সালের ১৮ মে কান চলচ্চিত্র উৎসবের ৪৫তম আসরের সমাপনী আয়োজনে দেখানো হয় টম ক্রুজের ‘ফার অ্যান্ড অ্যাওয়ে’। ঠিক ৩০ বছর পর আজ (১৮ মে) কান উৎসবের ৭৫তম আসরে থাকছে হলিউডের এই সুপারস্টার অভিনীত ‘টপ গান: ম্যাভেরিক’ ছবির উদ্বোধনী প্রদর্শনী। সাগরপাড়ে ছবিটির প্রচারণা চালাতে বিশেষ স্ট্যান্ড রাখা হয়েছে। এতে রয়েছে তার স্থিরচিত্র।

রন হাওয়ার্ড পরিচালিত ‘ফার অ্যান্ড অ্যাওয়ে’ ছিল প্রতিযোগিতা বিভাগের বাইরে। ১৯৯২ সালের ১৮ মে এর প্রদর্শনী শুরুর আগে ইঙ্গমার বার্গম্যানের লেখা ‘দ্য বেস্ট ইনটেনশন্স’ ছবির জন্য ডেনিশ পরিচালক বিলি অগাস্টকে স্বর্ণপাম তুলে দেন টম ক্রুজ। এরপর কেটে গেছে তিন দশক। অবশেষে আবারও কানে ফিরলেন তিনি।

টিকিট সংগ্রহের লাইনএবারের কান উৎসবে টম ক্রুজের ৪০ বছরের বর্ণাঢ্য ক্যারিয়ার উদযাপন করবে আয়োজকরা। তাকে ব্যতিক্রম শ্রদ্ধার্ঘ্য জানানোর প্রস্তুতি সম্পন্ন হয়েছে। 

সাংবাদিক দিদিয়ের আলুশের  সঙ্গে আড্ডা শেষে গ্র্যান্ড থিয়েটার লুমিয়েরে বসে ‘টপ গান: ম্যাভেরিক’ ছবির উদ্বোধনী প্রদর্শনী দেখবেন টম ক্রুজ। এর আগে লালগালিচায় হাঁটবেন ৫৯ বছর বয়সী এই আমেরিকান তারকা।

২০২০ সালে করোনা মহামারি শুরুর আগে ‘টপ গান: ম্যাভেরিক’ দেখাতে চেয়েছিল কান কর্তৃপক্ষ। কিন্তু করোনার কারণে ছবিটির মুক্তি কয়েক দফা পিছিয়েছে পরিবেশনা সংস্থা প্যারামাউন্ট পিকচার্স। অবশেষে আগামী ২৭ মে প্রেক্ষাগৃহে আসছে ছবিটি। এর দুই দিন আগে ফ্রান্সে মুক্তি পাবে এটি।

বহুল প্রতীক্ষিত ‘টপ গান: ম্যাভেরিক’ ছবিতে বৈমানিক লেফট্যানেন্ট পিট ম্যাভেরিক মিচেল চরিত্রে তিন যুগ পর ফিরছেন টম ক্রুজ। ১৯৮৬ সালে মুক্তিপ্রাপ্ত ‘টপ গান’ ছবির সিক্যুয়েল এটি। আগের ছবি শেষের ৩০ বছর পরের ঘটনা নিয়ে সাজানো হয়েছে জোসেফ কসিনস্কি পরিচালিত ‘টপ গান: ম্যাভেরিক’।

টম ক্রুজের অপেক্ষায় বাংলা ট্রিবিউন প্রতিনিধি জনি হকএবারের ছবিতেও নৌবাহিনীর বৈমানিক পিট ম্যাভেরিক মিচেল চরিত্রে অভিনয় করেছেন টম ক্রুজ। নতুন ছবিতে তাকে যুক্তরাষ্ট্রের নৌবাহিনীর স্ট্রাইক ফাইটার ট্যাকটিকস প্রশিক্ষণ প্রকল্পে কাজ করতে দেখা যাবে। নৌবাহিনীর নতুন প্রজন্মের পাইলটদের পরামর্শদাতা সে।

টম ক্রুজ ছাড়াও আগের ছবির অভিনেতা ভ্যাল কিলমার ফিরছেন নতুন পর্বে। এছাড়া নতুন যুক্ত হয়েছেন মাইলস টেলার, জেনিফার কনেলি, এড হ্যারিস ও জন হ্যাম।টম ক্রুজের জন্য তৈরি মঞ্চ