কান উৎসব ২০২২

কে জিতবে স্বর্ণপাম, সমাপনী অনুষ্ঠান শুরু

দক্ষিণ ফ্রান্সে সাগরপাড়ের শহরে পালে দে ফেস্টিভাল ভবনের গ্র্যান্ড থিয়েটার লুমিয়েরে শুরু হলো ৭৫তম কান চলচ্চিত্র উৎসবের সমাপনী অনুষ্ঠান। বেলজিয়ান অভিনেত্রী ভার্জিনি এফিরা এই আয়োজন সঞ্চালনা করছেন।

শনিবার (২৮ মে) রাত ৮টা ৩০ মিনিটে (বাংলাদেশ সময় রাত ১২টা ৩০ মিনিট) শুরু হয় অনুষ্ঠানটি।

মূল প্রতিযোগিতা বিভাগের ৯ জন বিচারকের উপস্থিতিতে স্বর্ণপামসহ বিভিন্ন বিজয়ীর নাম ঘোষণা করা হবে। তাদের হাতে পুরস্কার তুলে দেবেন নামিদামি তারকারা। 

স্বল্পদৈর্ঘ্য চলচ্চিত্রের স্বর্ণপাম তুলে দেবেন এই শাখার বিচারকদের প্রধান মিসরের পরিচালক ইউসরি নাসারাল্লাহ। আর ক্যামেরা দ’র বিভাগের পুরস্কার দেবেন এই শাখার বিচারকদের সভাপতি স্প্যানিশ অভিনেত্রী রসি ডি পালমা। 
 
সমাপনী মঞ্চে সঞ্চালকএবার মোট ২১টি ছবি রয়েছে মূল প্রতিযোগিতা শাখায়। এতে বিচারকদের সভাপতি ৬২ বছর বয়সী ফরাসি অভিনেতা ভাসোঁ লাদোঁ। তার নেতৃত্বে বিচারক হিসেবে কাজ করেছেন ভারতীয় অভিনেত্রী-প্রযোজক দীপিকা পাড়ুকোন, যুক্তরাজ্যের অভিনেত্রী ও পরিচালক রেবেকা হল, সুইডেনের অভিনেত্রী নুমি রাপাস, ইতালির অভিনেত্রী ও পরিচালক জাজমিন ত্রিঙ্কা, ইরানি পরিচালক আসগর ফারহাদি, নরওয়ের পরিচালক ইওয়াকিম ত্রিয়ের, যুক্তরাষ্ট্রের পরিচালক জেফ নিকোলস এবং ফ্রান্সের পরিচালক লাজ লি। আজ লালগালিচায় একসঙ্গে হেঁটেছেন তারা।

বিজয়ীদের মধ্যে পুরস্কার প্রদান শেষে মূল প্রতিযোগিতা শাখার বিচারকরা অংশ নেবেন সংবাদ সম্মেলনে। এরপর একে একে সাংবাদিকদের সামনে হাজির হবেন বিজয়ীরা।

সিনেমা দ্যু লা প্লাজে রাত সাড়ে ৯টায় কানসৈকতে খোলা আকাশের নিচে দেখানো হবে ‘দ্য লাস্ট পিকচার শো’।