বিটিভির নাটকে চাঁদনী

নাচে ও নাটকে দীর্ঘ সময় অনিয়মিত জনপ্রিয় মুখ চাঁদনী। লম্বা বিরতির পর এবার তাকে দেখা যাবে বিটিভির নাটকে।

মনস্তাত্ত্বিক জটিলতা ও বিয়োগাত্মক ঘটনা নিয়ে নির্মিত হয়েছে একক নাটক ‘দুজনার দুটি পথ’। জামাল উদ্দিন জামালের রচনায় এটি প্রযোজনা করেছেন হাসান রিয়াদ। নির্দেশনা দিয়েছেন শাহাদাৎ হোসেন নিপু। 

এতে চাঁদনীর বিপরীতে অভিনয় করেছেন আহসান হাবিব নাসিম। বিভিন্ন চরিত্রে আরও অভিনয় করেছেন ফারহানা মিলি, শাহাদাৎ হোসেন নিপু, চাঁদনী, ইকবাল বাবু, কাজল মজুমদার, কবির টুটুল প্রমুখ। 

নাটকটি বাংলাদেশ টেলিভিশনে প্রচার হবে ৪ জুন রাত ৯টায়। 

নাটকের কাহিনি প্রসঙ্গে নির্দেশক-অভিনেতা নিপু জানান, হোসেন আর জামাল বিশ্ববিদ্যালয়ে একসঙ্গে পড়েছে। হোসেনকে ভালোবাসে বিশ্ববিদ্যালয়ের ছাত্রী শিউলি। কিন্তু কোনও এক কারণে তাদের সম্পর্কটি আর গড়ায় না। অন্যদিকে জামাল তৃণা নামের একটি মেয়েকে বিয়ে করে শেরপুর চলে যায়। এদিকে দুরারোগ্য ব্যাধিতে আক্রান্ত হোসেনকে জামাল ও তার স্ত্রী তৃণা হাসপাতালে দেখতে আসে। তারা জানতে পারে, হোসেনকে ভালোবেসে শিউলি এখনও বিয়ে করেনি। এভাবে এগিয়ে যায় নাটকটির গল্প।