৯ বছর পর ইমরানের রিমেক, প্রথমবার গানচিত্রে সারিকা

‘পূর্ণদৈর্ঘ্য প্রেমকাহিনি’ ছবির ‘আমি নিঃস্ব হয়ে যাব’ গানটি ব্যাপক জনপ্রিয়তা পেয়েছিল। গানটির জন্য ২০১৩ সালে তিন ক্যাটাগরিতে জাতীয় চলচ্চিত্র পুরস্কার পেয়েছিলেন কণ্ঠশিল্পী চন্দন সিনহা, গীতিকার কবির বকুল ও সুর-সংগীতকার কৌশিক হোসেন তাপস। 

প্রায় ৯ বছর পর এবার নতুন করে গানটি গাইলেন এ সময়ের আলোচিত কণ্ঠশিল্পী ইমরান মাহমুদুল। সম্প্রতি বিএফডিসিতে সেট ফেলে গানটির ভিডিও ধারণ করা হয়েছে। এতে প্রথমবারের মতো মডেল হয়েছেন ছোট পর্দার জনপ্রিয় অভিনেত্রী সারিকা সাবরীন। বিপরীতে ছিলেন ইমরান।

মূল গানটির কথা-সুর ঠিক রেখেই নতুনভাবে করা হয়েছে বলে জানান ইমরান। 

তিনি বলেন, ‘মূল গানটি বাণিজ্যিক সিনেমার জন্য তৈরি করা হয়েছিল। অনেক মিউজিক ব্যবহার করে রিদমিক করা হয়েছিল। কিন্তু নিজে যখন গাইলাম, তখন একটি পিয়ানো বাজিয়ে সফট মিউজিকে করেছি।’

ইমরানের গাওয়া নিয়ে চন্দন সিনহা বলেন, ‘ইমরানের নাকি গানটি খুব পছন্দ। তার মতো করে গানটির একটি ভার্সন করতে চেয়েছিলেন। আমিও অনুমতি দিয়েছি। তা ছাড়া দেখলাম গানটিও নানাভাবে বেঁচে থাকবে।’

সারিকা/ ছবি: রিপনএদিকে প্রথমবার গানে মডেল হওয়া প্রসঙ্গে সারিকা বলেন, ‘আগে একটা মিউজিক্যাল ফিকশন করেছিলাম। কখনও মিউজিক ভিডিও করিনি। এখন মনে হয়েছে, নতুন কিছু করা দরকার। কাজের একটু ভিন্নতা আনা উচিত।’

ইমরান জানান, আগামী সপ্তাহে তার নিজের ইউটিউব চ্যানেলে গানচিত্রটি মুক্তি পেতে পারে।