প্রথমদিনের প্রথম ঘণ্টায় পদ্মা সেতু হয়ে ঢাকায় ফিরলো চিরকুট

ব্যান্ড চিরকুট, গত ২৪ জুন কনসার্টের কাজে গিয়েছিল খুলনায়। অবধারিতভাবেই যেতে হয়েছে ফেরিতে করে। তবে ফেরার সময়টা হয়ে থাকলো স্মরণীয়।

কারণ বহু কাঙ্ক্ষিত পদ্মা সেতু দিয়েই ঢাকায় ফিরলো তারা। আজকেই খুলে দেওয়া হয়েছে গর্বে এ সেতুটি। আর প্রথম ঘণ্টায় টোল দিয়ে এটি পার হলো চিরকুট।

প্রথমবার সেতুতে উঠতে পেরে নিজেদের আবেগ সামলাতে পারেননি ব্যান্ডের সদস্যরা। প্রথম দিন, প্রথম প্রহর, ট্র্যানজ্যাকশন নং-১০০

প্রশাসনের অনুমতি নিয়ে তুলেছেন ছবি, দাঁড়িয়ে দেখেছেন কাঁপনধরা ঢেউ।

ব্যান্ডটির গায়িকা শারমিন সুলতানা সুমির বাড়ি খুলনা-ঝিনাইদহে। এই নদীটা তার চিরচেনা। বললেন, ‌‘এর আগে পদ্মায় ফেরিতে করে ঢেউয়ে দুলেছি। এবার সেতুতে দাঁড়িয়ে দেখলাম ঢেউ। একেবারে কাঁপনধরা। বাতাসও ছিল প্রচণ্ড। দক্ষিণবঙ্গের মানুষ হিসেবে পদ্মা সেতুতে নদী পার হওয়ার অনুভূতি বলে বোঝানোর মতো নয়। খুবই ভালো লাগছে।’  

তিনি জানান, মাত্রই আড়াই ঘণ্টায় ভোর ছটায় পদ্মা সেতুর টোল প্লাজায় পৌঁছান তারা। এরপর কিছু সময় কাটিয়ে চলে আসেন সেতুর এ পারে। এ সময় সঙ্গে ছিল ব্যান্ডের সব সদস্য। ঢাকার এ প্রান্তের জ্যামসহ সব মিলিয়ে মাত্র চার ঘণ্টায় গন্তব্য পৌঁছেছেন তারা।পদ্মা সেতুতে
দলে ছিলেন শারমিন সুলতানা সুমি (কণ্ঠ), পাভেল আরিন (ড্রামস), ইমন চৌধুরী (লিড গিটার), জাহিদ নিরব (কি-বোর্ড) ও নেওয়াজ (বেজ গিটার)।